লঞ্চের আগে OnePlus6 স্মার্টফোনটির সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিংয়ের বিষয়ে জানা গেল

লঞ্চের আগে OnePlus6 স্মার্টফোনটির সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিংয়ের বিষয়ে জানা গেল
HIGHLIGHTS

এটা দেখতে হবে যে OnePlus6 স্মার্টফোনটি স্লো-মোশান ভিডিও রেকর্ডিং HD রেজিলিউশানে অফার করবে না ফুলHD রেজিলিউশানে

এই সময়ে স্মার্টফোনে যত মজার মজার ফিচার আসছে তার মধ্যে একটি অন্যতম বড় ফিচার্স হল স্লো-মোশান ভিডিও। হাই ফ্রেমে পার সেকেন্ডে(fps) য়ের সঙ্গে আপনারা সময় স্লো করে মোমেন্ট ক্যাপচার করতে পারবেন। আর স্লো-মোশান ভিডিও আগে থেকেই স্মার্টফোনে ছিল। যা 240fpsপর্যন্ত সীমিত ছিল। সোনি Xperia XZ Premium স্মার্টফোনে 960fpsস্লো মোশান ভিডিও রেকর্ডিং য়ের সঙ্গে নিয়ে এসেছিল। আর এর পরে Saumsung আর Huawei ও নিজেদের ফ্ল্যাগশিপ ডিভাইসে এই ফিচার নিয়ে আসে। আর এবার OnePlus জানিয়েছে যে OnePlus6 স্মার্টফোনটিতেও সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিং করা যাবে।

স্মার্টলাইটে আলোকিত হবে আপনার বাড়ি! এজকে এই স্মার্টলাইট গুলির ওপরে ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

এই বিষয়ে টুইটারে জানা গেছে

টুইটারে লেটেস্ট ভিডিও বা আপ লাইট ব্লাব একটি ব্যাপার আর এর মাধ্যমে অনেক কিছু দেখা যায়। ক্যাপশানে লেখা ছিল ‘লেটস স্লো ডাউন টাইম” আর ভিডিওর শেষে “শট অন OnePLus6’ লেখা ছিল। Galaxy S9 আর Huawei P20 Pro স্মার্টফোনে 960fpsয়ে সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিং অফার করে আর এর রেজিলিউশান 720p(HD) পর্যন্ত। Sony Xperioa XZ2 1080p (full HD) রেজিলিউশানে ভিআই রেকর্ডিং করতে পারে। আর এবার এটা দেখার যে OnePlus6 স্মার্টফোনটি স্লো মোশান ভিডিও রেকর্ডিং HD রেজিলিউশানে অফার করবে না ফুলHD রেজিলিউশানে।

স্পেসিফিকেশান

ডিভাইসের বিষয়ে আপনারা এর আগের লিক গুলি যদি দেখেন তবে দেখা যাবে যে OnePlus6 স্মার্টফোনটিতে 6.28ইঞ্চির AMOLE FHD+ ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 2280×1080পিক্সাল হবে আর এই ফোনটির ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 19:9 হওয়ার সম্ভবনা আছে। আর এই হ্যান্ডসেটটির মেজারমেন্ট 155.7×73.35×7.75mm আর ওজন হবে 179গ্রাম। আর এই ফ্ল্যাগশিপ ডিভাইসে 3,300mAhয়ের ব্যাটারি থাকবে আর এই ডিভাইসে 2.45GHZ অক্টা-কোর প্রসেসার থাকবে। আর এটি স্ন্যাপড্র্যাগন 845চিপসেট যুক্ত হওয়ার সম্ভবনা আছে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

দাম

রিপোর্ট অনুসারে OnePlus6 স্মার্টফোনটি 64GB, 128GB আর 256GBস্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। আর এদের দাম হবে যথাক্রমে 3,299 Yuan (~$519), 3,799 Yuan (~$598) আর 4,399 Yuan (~$693)। আর ভারতে OnePlus6 স্মার্টফোনটির 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হবে আর এদের দাম 36,999টাকা আর 39,999টাকা হওয়ার সম্ভাবনা আছে আর এখনও পর্যন্ত 256GB স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের দামের বিষয়ে কিছু জানা যায়নি।

Digit.in
Logo
Digit.in
Logo