Oneplus 5 স্ন্যাপড্র্যাগন 835 SoC যুক্ত হবে
খবর অনুসারে Oneplus 5’এ ডুয়াল ক্যামেরা সেটআপও থাকবে
চিনের ফোন তৈরির সংস্থা Oneplus এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oneplus 5 এ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC থাকবে। কোম্পানির সিইও Pete Lau এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে, “ আমরা আপনাদের এটা জানাতে আনন্দিত বোধ করছি যে Oneplus 5 এ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC থাকবে”।
Oneplus 5 এর বিষয়ে অনেক ধরনের লিক সামনে এসেছে। এবার এই স্মার্টফোনটির বিষয়ে আরও একটি তথ্য লিক হয়েছে। এই তথ্য অনুসারে Oneplus 5 এ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে।
আরও দেখুনঃ Vodafone নিয়ে এল নতুন প্ল্যান, দাম মাত্র Rs. 19
অ্যান্ড্রয়েড অথারিটি এই স্মার্টফোনটির বিষয়ে কিছু তথ্য লিক করেছে। অ্যান্ড্রয়েড অথারিটি যে ছবিটি লিক করেছে সেই ছবি অনুসারে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে।
এছাড়া এও খবর পাওয়া গেছে যে এই স্মার্টফোনটি তাদের আগের স্মার্টফোনের তুলনায় অনেক সস্তা হতে পারে। এরকম খবরও পাওয়া গেছে যে কোম্পানি অ্যালুমিনিয়াম বডির যায়গায় ক্রিমিক বডির ব্যবহার করবে।
Oneplus 5 স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এই ডিভাইসে র্যামের দুটি বিকল্প থাকবে, একটি 6GB র ও আর একটি 8GB’র। OnePlus 5 এর ব্যাটারি 4000mAh।
আরও দেখুনঃ Asus Zenfone Max নতুন সফটওয়্যার আপডেট পাচ্ছে
আরও দেখুনঃ Xiaomi Mi Note 3 আগামী মাসে লঞ্চ হবে