Oneplus 5, স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত ভারতের প্রথম স্মার্টফোন হবে

Updated on 29-May-2017
HIGHLIGHTS

এই ফ্ল্যাগশিপ স্মার্টফফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে

চিনের ফোন তৈরির কোম্পানি Oneplus এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oneplus 5 এ কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 835 SoC থাকবে। কোম্পানির CEO Pete Lauএই বিষয়টিকে কনফার্ম করেছেন।

আপনাদের বলে রাখি যে ভারতে পাওয়া স্মার্টফোনের মধ্যে এটি প্রথম স্মার্টফোন হবে যাতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC যুক্ত হবে। Oneplus 5 এর ব্যাপারে অনেক ধরনের লিক সামনে এসেছে। এবার এই স্মার্টফোনটির বিষয়ে আবার নতুন খবর লিক হয়েছে। এই খবর অনুসারে Oneplus 5 এডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে।

অ্যান্ড্রয়েড অথারিটি এই স্মার্টফোনটির বিষয়ে কিছু খবর লিক করেছে, অ্যান্ড্রয়েড অথারিটি যে ছবিটি লিক করেছে সেটি অনুসারে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত হবে।

আরও দেখুনঃ  Nokia 9 এ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC থাকবে

এছাড়া খবর পাওয়া গেছে যে এই স্মার্টফোনটি তাদের আগের স্মার্টফোনের তুলনায় বেশি দামিও হতে পারে। এও খবর পাওয়া গেছে যে কোম্পানি অ্যালুমিনিয়াম বডির জায়গায় ক্রিমিক বডি ব্যবহার করবে।

Oneplus 5 স্মার্টফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এই ডিভাইসে 6GB আর 8GB এই দুটি র‍্যামের অপশন থাকবে। OnePlus 5 এ 4000mAh এর ব্যাটারি থাকবে।

আরও দেখুনঃ Aircel নিয়ে এল নতুন অফার, দাম শুরু Rs. 7 থেকে

সোর্সঃ  

Connect On :