Oneplus 5 এর ফিচার লিক হল, এতে 3,600mAh ব্যাটারি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে

Oneplus 5 এর ফিচার লিক হল, এতে 3,600mAh ব্যাটারি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে
HIGHLIGHTS

Oneplus 3T তে, 3,400mAhএর ব্যাটারি ছিল

চিনের মোবাইল কোম্পানি Oneplus এর ফ্যাগশিপ স্মার্টফোন Oneplus 5 এর অনেক দিন ধরেই বিভিন্ন লিক খবর সামনে আসছে. এবার এই ফ্ল্যাগশিপ ডিভাইসের ব্যাপারে একটি নতুন খবর লিক হয়েছে.

কুমামোটো টেকনলজির খবর অনুসারে Oneplus 5 এ, 3,600 mAh এর ব্যাটারি থাকবে. যেখানে Oneplus 3Tতে 3,400mAh  ব্যাটারি ছিল. লিক খবর অনুসারে এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসের চার্জিং টেকনিক আগের ডিভাইসের থেকে ভাল হবে.

আরো দেখুন: Nubia M2 Lite 16MP ফ্রন্ট ক্যামেরা,4GB র্যামের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে, দাম Rs.13,999

Oneplus 5 তে Oneplus 3T র থেকে 25 শতাংশ ভাল চার্জিং টেকনিক থাকবে. এছাড়া এই ডিভাইসে 6GB র্যাম থাকবে. এর আগে বলা হচ্ছিল যে Oneplus 5 এ 8GB র্যাম থাকবে.

এই ডিভাইসে 128GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসে ফ্রন্ট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে. এছাড়া এই ডিভাইসে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে.

আরো দেখুন: Xiaomi Mi 6 Lite ভেরিয়ান্ট স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে তাড়াতাড়ি লঞ্চ হতে পারে

আরো দেখুন: Reliance Jio এবার তাদের Jio Fi 4G হটস্পটে দিচ্ছে 100% ক্যাশ ব্যাক

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo