OnePlus 5 ভারতে লঞ্চ হল, দাম Rs 32,999

Updated on 23-Jun-2017
HIGHLIGHTS

OnePlus 5 এর 6GB র‍্যাম ভেরিয়েন্টের দাম Rs 32999, আর এর 8GB র‍্যাম ভেরিয়েন্টের দাম Rs 37,999 করা হয়েছে। এটি অ্যামাজন ইন্ডিয়াতে সেলের জন্য পাওয়া যাবে।

OnePlus 5 গতকাল ভারতে লঞ্চ হয়েছে। ভারতে এটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে- 6GB র‍্যাম ভেরিয়েন্ট আর 8GB র‍্যাম ভেরিয়েন্ট। OnePlus 5 এর 6GB র‍্যাম ভেরিয়েন্টের দাম Rs 32999, আর এর 8GB র‍্যাম ভেরিয়েন্টের দাম Rs 37,999 করা হয়েছে। এটি অ্যামাজন ইন্ডিয়াতে সেলের জন্য পাওয়া যাবে।

OnePlus 5 এর ফিচার্স গুলি কেমন তা এবার দেখে নেওয়া যাক। এতে 5.5- ইঞ্চির 1080p AMOLED ডিসপ্লে আছে। এই স্মার্টফোনের দুটী ভেরিয়েন্ট আছে। একটি 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর অন্যটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ যুক্ত। এই ফোনটি মেটাল বডি ডিজাইন যুক্ত। এটি মিডনাইট ব্ল্যাক আর স্লেটার গ্রে রঙে পাওয়া যাচ্ছে।

এই ফোনের ক্যামেরা সেটআপটি এবার দেখে নেওয়া যাক। এই ফোনে দুটি রেয়ার ক্যামেরা আছে একটি 16MP’র ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত আর অন্যটি 20MP’র টেলিফটো লেন্স যুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেমে চলে। এতে 4G VoLTE, NFC, ব্লুটুথ এর মতন ফিচার্স আছে। এর ব্যাটারি 3300mAh এর।এতে স্ন্যাপড্র্যাগন ৮৩৫ প্রসেসার আছে। 

Connect On :