Oneplus 5 স্মার্টফোনটি 20 জুন লঞ্চ হবে

Oneplus 5 স্মার্টফোনটি 20 জুন লঞ্চ হবে
HIGHLIGHTS

ভারতে এই স্মার্টফোনটি 22 জুন মুম্বাইতে লঞ্চ হবে

চিনের ফোন কোম্পানি Oneplus এর স্মার্টফোন oneplus 5 কে ভারতে 22 জুন লঞ্চ করা হবে। চিনে এই oneplus 5 স্মার্টফোনটি 20 জুন লঞ্চ করা হবে।

এই খবর অনুসারে Oneplus 5 এ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। অ্যান্ড্রয়েড অথারিটি এই স্মার্টফোনটির বিষয়ে কিছু খবর লিক করেছে। অ্যান্ড্রয়েড অথারিটি একটি ছবি লিক করেছে, সেই ছবি অনুসারে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত।

এছাড়া এও খবর পাওয়া গেছে যে এই স্মার্টফোনটি তার আগের স্মার্টফোনের তুলনায় দামি হতে পারে। এও খবর পাওয়া গেছে যে কোম্পানি অ্যালুমিনিয়াম বডির জায়গায় এই ফোনটিতে ক্রিমিক বডি দেবে।

Oneplus 5 স্মার্টফোনটিতে 5.5  ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এই ডিভাইসের র‍্যামে  6GB আর 8GB’র দুটি অপশন থাকবে। OnePlus 5  এর ব্যাটারি 4000mAh এর।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo