Oneplus 5, চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে

Oneplus 5, চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

কোম্পানি টুইট করে Oneplus 5 এর চারটি সম্ভাব্য কালার অপশন দিয়েছে

চিনের মোবাইল কোম্পানি Oneplus এর আপকামিং স্মার্টফোন Oneplus 5 এর বিষয়ে এর আগেও অনেক লিক সামনে এসেছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ডিজাইনের বিষয়ে বহুদিন ধরেই বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে।

এবার কোম্পানি নিজে টুইট করে ইউজার্সদের এই আপকাপিং ডিভাইসের রঙের ব্যাপারে ওপিনিয়ান চেয়েছে। কোম্পানি চারটি রঙের অপশন টুইট করে জানিয়েছে। Oneplus 5 কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

আরও দেখুনঃ  LG X Venture IP68 সার্টিফিকেশনের সঙ্গে লঞ্চ হল

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1  তে কাজ করে আর এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত। এই ডিভাইসের মডেল নম্বর A5000। লিস্টিং অনুসারে এই ডিভাইসে ফুল HD ডিসপ্লে থাকবে।

এই ডিভাইসের রেজিলিউশন 1080 x 1920p । এছাড়া এই ডিভাইসে 16  মেগাপিক্সাল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসে রেয়ার ক্যামেরাও 16  মেগাপিক্সাল। এই ডিভাইসে 3600mAh ব্যাটারি আছে।

এছাড়া এই স্মার্টফোনটিতে Dash Charge 2.0  টেকনিকও থাকতে পারে। মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটিকে জুলাই বা আগস্টে গ্লোবালি লঞ্চ করা হতে পারে। আগে মনে করা হচ্ছিল যে একে জুনে লঞ্চ করা হবে।

আরও দেখুনঃ Samsung নিয়ে আসবে বিশ্বের প্রথম OLED ডিসপ্লে

আরও দেখুনঃ Samsung Galaxy C7 Pro অনেক ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo