ওয়ানপ্লাস 3T মিডনাইট ব্ল্যাক ভেরিয়ান্ট 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হল

Updated on 24-Mar-2017
HIGHLIGHTS

এই ফোনটি ভারতে 31 মার্চ থেকে পাওয়া যাবে

ওয়ানপ্লাস তাদের নিজেদের 3T স্মার্টফোনের ব্ল্যাক ভেরিয়ান্ট লঞ্চ করে দিয়েছে. এই ফোনটি ভারতে 31মার্চ বিকেল 4টেতে পাওয়া যাবে. এই স্মার্টফোনের দাম Rs.34,999 করা হয়েছে. এই হ্যান্ডসেটটি এরকম প্রথম লঞ্চ হওয়া 3T Colette এর প্রথম অ্যাডিশনের মতনই.  

কোম্পানির তরফে বলা হয়েছে যে, এই ফোনটি লিমিটেড সংখ্যায় পাওয়া যাবে. কিন্তু কোম্পানির তরফে জানানো হয়নি যে কোম্পানি এই ফোনটি কত ইউনিট সেলের জন্য রাখবে. কোম্পানি তাদের এই ব্ল্যাক ভেরিয়ান্ট এর অপর একবছর ধরে কাজ করছিল. 

আরো দেখুন: এবার ডেক্সটপেও পাবেন ফেসবুক লাইভের সুবিধা

এই ডিভাইসের ফিচার এবং স্পেসিফিকেশন প্রথম ভেরিয়েন্টএর মতনই. এই ডিভাইসে 5.5 ইঞ্চি ফল HD ডিসপ্লে আছে. এতে 6GB র্যামের সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 চিপস্টেক আছে. এর লিমিটেড এডিশন স্মার্টফোন শুধু 128GB ভেরিয়ান্ট এ পাওয়া যাবে.

এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে. এই স্মার্টফোনটি 3400mAh ব্যাটারি যুক্ত, এই স্মার্টফোনটি 24মার্চ থেকে গ্লোবালি পাওয়া যাবে. সেখানে ভারতে এই ফোনটি 31মার্চ বিকেল 4টে থেকে পাওয়া যাবে. এই স্মার্টফোন এর দাম Rs. 34,999.

আরো দেখুন: এয়ারসেল Rs. 35 এ দিচ্ছে 1GB ডাটা এবং Rs. 999 এ 36GB র ডাটা

আরো দেখুন: গুগল তারাতরি নতুন ফিচার্স নিয়ে ইউটিউব গো ভারতে করবে লঞ্চ 

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :