ওয়ানপ্লাস চীনে সম্প্রতি তার লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 লঞ্চ করেছে। নতুন ফোনে Snapdragon 8 Elite প্রসেসর সহ 24GB RAM, 2K+ OLED স্ক্রিন এবং 6000mAh ব্যাটারি মতো ফিচার দেওয়া। চীনের বাজারের পর এবার এটি ভারতীয় বাজারে আসতে প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে OnePlus 13R বাজারে আসতে তৈরি হচ্ছে। সম্প্রতি এটি GCF সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে।
টেক ওয়েবসাইট মাই স্মার্ট প্রাইস ওয়ানপ্লাস 13আর ফোনটি GCF (গ্লোবাল সার্টিফিকেশন ফোরম) সার্টিফিকেশন সাইটে স্পট করেছে। লিস্টিং অনুযায়ী, এটি ওয়েবসাইটে ফোনটি CPH2645 মডেল নম্বর সহ লিস্ট করা হয়েছে। এখানে ফোনের সেলুলার ব্যান্ড এর তথ্য প্রকাশ হয়েছে যার অনুযায়ী স্মার্টফোনে n1, n2, n3, n5, n7, n20, n28, n28, n38, n40, n48, n66, n77 এবং n78 মতো 14 5G ব্যান্ডের সাপোর্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ ওয়াটারপ্রুফ Motorola 5G ফোন হল 4000 টাকা সস্তা, নতুন দাম কত জানুন
ডিসপ্লে: লিক অনুযায়ী, কোম্পানি এই ফোনে 1.5K রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি X2 8T LTPO AMOLED ডিসপ্লে অফার করে।
আপকামিং ওয়ানপ্লাস ফোনটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ আসতে পারে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে হিসেবে ওয়ানপ্লাস ফোনটি Snapdragon 8 Gen 3 সহ লঞ্চ করা যেতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এতে Hasselblad লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। এটি 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর সহ আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, এতে রিয়ারে আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং টেলিফটো লেন্স থাকতে পারে। ফ্রন্ট সেলফি তোলার জন্য ফোনটি 16MP সেন্সর অফার করবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13R ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ আসছে Xiaomi 15 Ultra, লঞ্চের আগেই সমস্ত ফিচার ফাঁস, জানুন কবে আসবে বাজারে