OnePlus তার নম্বর সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করে দিয়েছে। এই সিরিজের আওতায় OnePlus 13 এবং OnePlus 13R আগামী 7 জানুয়ারি লঞ্চ করা হবে। কোম্পানি গতকাল বিকেল ওয়ানপ্লাস 13 সিরিজের লঞ্চের ঘোষণা করেছে। পাশাপাশি, আজ ওয়ানপ্লাস 13আর ফোনের মাইক্রো সাইট Amazon এ লাইভ করা হয়েছে। এখান থেকে আপকামিং ফোনের লঞ্চিং নিশ্চিত হয় গেছে। অনলাইন শপিং সাইট থেকে আপকামিং ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ হয়েছে।
নতুন বছর 2025 এর 7 জানুয়ারি ওয়ানপ্লাস 13 সিরিজের লঞ্চ ইভেন্ট সকাল 10.30 টায় EST (4:30 PM CET / 9PM IST) শুরু হবে। প্রতিবারের মতোই এবারও ওয়ানপ্লাস ফোনের বিক্রি অ্যামাজন সাইট এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে করা হবে।
আরও পড়ুন: মাত্র 51 টাকায় Unlimited 5G ডেটা, এই কোম্পানি দিচ্ছে সস্তা প্ল্যানে একগুচ্ছ ডেটা
কোম্পানির মাইক্রোসাইট থেকে জানা গেছে যে ওয়ানপ্লাস 13আর ফোনে 6000mAh এর বড় ব্যাটারি থাকবে। তবে আগের ওয়ানপ্লাস 12আর ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
আপকামিং ফোনটি দুটি কালার নেবুলা নোয়র এবং এসট্রল ট্রেল অপশনে আসবে।
ওয়ানপ্লাস 13আর ফোনে AI ফিচারও অফার করা হবে।
ডিসপ্লের কথা বললে, ওয়ানপ্লাস 13আর ফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে।
প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 13আর ফোনে কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যেতে পারে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 8MP সেন্সর এবং 50MP লেন্স থাকতে পারে। ফ্রন্টে 16MP লেন্স দেওয়া যেতে পারে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13আর ফোনটি 6000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সহ আসতে পারে।
আরও পড়ুন: 2500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে নতুন Realme 5G ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি