OnePlus 13R ফোনের প্রথম সেল আজ, পুরো 5000 টাকা ছাড়ে কেনার সুযোগ
OnePlus 13R ফোনের প্রথম সেল আজ Amazon Great Republic Day sale এ রাখা হয়েছে
অ্যামাজন সাইটে ওয়ানপ্লাস 13আর ফোনটি 39,999 টাকার শুরুর দামে কেনা যাবে
ওয়ানপ্লাস 13আর ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে
ওয়ানপ্লাস এর লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 Series লঞ্চ করেছিল। এই সিরিজে OnePlus 13 এবং OnePlus 13R আনা হয়। আজ ওয়ানপ্লাস 13আর ফোনের প্রথম সেল Amazon Great Republic Day sale এ রাখা হয়েছে। কিলার লুক এবং ফ্ল্যাগশিপ ফিচার সহ আসা ওয়ানপ্লাস 13আর ফোনটি কম দামে কেনার সুযোগ রয়েছে। ছাড়ের পর ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে। আসুন ওয়ানপ্লাস 13 ফোনটি অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে কত টাকা সস্তায় কেনা যাবে।
OnePlus 13R ফোনে অফার কী রয়েছে
ওয়ানপ্লাস 13আর স্মার্টফোনের প্রথম সেল আজ 13 জানুয়ারি দুপুর 12টায় শুরু হবে। এই ডিভাইসটি অনলাইন শপিং সাইট অ্যামাজন থেকে বিক্রি করা হবে। অ্যামাজন সাইটে এই ফোনটি 39,999 টাকার শুরুর দামে কেনা যাবে।
Unmatched features at unmatched prices.
— OnePlus India (@OnePlus_IN) January 12, 2025
Get ready to welcome the #OnePlus13R. Sale goes live tomorrow!
Know more: https://t.co/UfEl63JhMw pic.twitter.com/pRUrY6KwcE
গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এছাড়া পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে গ্রাহকরা 12,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
এছাড়া ওয়ানপ্লাস গ্রাহকরা 4000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাবেন। এই সমস্ত অফারের সাথে ওয়ানপ্লাস 13আর ফোনটি 40,000 টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে।
ওয়ানপ্লাস 13আর ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
নতুন ওয়ানপ্লাস 13আর ফোনে 6.78-ইঞ্চির LTPO 4.1 AMOLED ডিসপ্লে রয়েছে। এটি HDR10+, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 13আর ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে। ফোনের সাথে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13আর ফোনটি 50MP OIS প্রাইমারি সেন্সর সহ 50MP টেলিফটো সেন্সর এবং 8MP আল্ট্রাওয়াইড লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি 16MP সেলফি ক্যামেরা অফার করে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13আর ফোনটি 6000mAh ব্যাটারি ক্ষমতা সহ 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ Motorola ফোন আবারও হল সস্তা, 15000 টাকা দামে কেনার সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile