Oneplus 13 vs Oneplus 13R: ওয়ানপ্লাস এর দুটি লেটেস্ট ফোনে কতটা পার্থক্য, কোনটি বেশি শক্তিশালী, কে হবে আপনার সেরা চয়েস
ওয়ানপ্লাস তার Winter Launch Event 2025 এ OnePlus 13 এবং OnePlus 13R স্মার্টফোন লঞ্চ করেছে
ভারতে ওয়ানপ্লাস 13 ফোনের দাম 69,999 টাকা থেকে শুরু হয়
ওয়ানপ্লাস 13আর ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে। এতে 12GB+256GB স্টোরেজের দাম 49,999 টাকা রাখা হয়েছে
ওয়ানপ্লাস তার Winter Launch Event 2025 এ OnePlus 13 এবং OnePlus 13R স্মার্টফোন লঞ্চ করেছে। ওয়ানপ্লাস 13 সিরিজের স্মার্টফোনে পাওয়ারফুল প্রসেসর এবং বড় ব্যাটারি মতো ফিচার অফার করা হয়েছে। সিরিজে আসা দুটি স্মার্টফোনে প্রায় একই স্পেসিফিকেশন এবং ফিচার দেোয়া হয়েছে। এই দুটি ফোনের দামে কতটা পার্থক্য আসুন এই সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
OnePlus 13 vs OnePlus 13R ভারতে দাম কত
ভারতে ওয়ানপ্লাস 13 ফোনের দাম 69,999 টাকা থেকে শুরু হয়। এই দামে 12GB RAM+256GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের সাথে 16GB+512GB স্টোরেজ রয়েছে যার দাম 76,999 টাকা এবং 24GB+1TB স্টোরেজ মডেল রয়েছে যার দাম 89,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Redmi 5G ফোনের দাম কমল, 10 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ
Level up your game with the all-new #OnePlus13 – where speed meets intelligence.
— OnePlus India (@OnePlus_IN) January 7, 2025
Get ready to redefine fast, smooth, and seamless like never before.
Sale goes live on 10th Jan!
Know more: https://t.co/RlxONBOfUG pic.twitter.com/AJdpc3qbSv
পাশাপাশি, ওয়ানপ্লাস 13আর ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে। এতে 12GB+256GB স্টোরেজের দাম 49,999 টাকা রাখা হয়েছে এবং 16GB+512GB মডেলের দাম 49,999 টাকা।
কালার অপশনের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনটি Arctic Dawn, Black Eclipse এবং Midnight Ocean রঙে পাওয়া যাবে। পাশাপাশি, ওয়ানপ্লাস 13আর মডেলটি Astral Trail এবং Nebula Noir রঙে লঞ্চ করা হয়েছে।
ওয়ানপ্লাস 13 ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লে: ওয়ানপ্লাস 13 ফোনে 6.82-ইঞ্চি QHD+ ProXDR LTPO ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস এবং সেরেমিক গার্ড কভার গ্লাস সাপোর্ট করে।
প্রসেসর: ফোনটি Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে যা এড্রেনো 830 GPU পেয়ার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP Sony LYT-808 মেইন সেন্সর, 3x অপটিকাল জুম সহ 50MP Sony LYT-600 টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি, 100W SUPERVOOC ওয়্যারড এবং 50W AIRVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটি Android 15 ভিত্তিক OxygenOS 15 ওএস এ কাজ করে।
ওয়ানপ্লাস 13আর ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লে: এই সিরিজের সস্তা মডেল ওয়ানপ্লাস 13আর ফোনে 6.77-ইঞ্চি ডিসপ্লে দেওয়া। এটি 1.5K 2780×1264 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি 4500 নিট পিক ব্রাইটনেসে কাজ করে।
প্রসেসর: ফোনে কোয়ালকম এর Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে থাকছে 50MP Sony LYT-700 মেইন সেন্সর, 2x অপটিকাল জুম সহ 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 6000mAh ব্যাটারি সহ 80W এর SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। ফোনটি Android 15 ভিত্তিক OxygenOS 15 ওএস এ কাজ করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile