OnePlus 13 vs iQOO 13: স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ আসা দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কোনটি বেস্ট পারফর্মার
OnePlus 13 এবং iQOO 13 সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন চীনা বাজারে লঞ্চ হয়েছে
দুটি স্মার্টফোনে একই প্রসেসর Qualcomm Snapdragon 8 Elite সহ, আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং বড় 6000mAh এর ব্যাটারি সাপোর্ট করে
ওয়ানপ্লাস 13 এবং আইকিউ 13 ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে জেনে নেওয়া যাক
OnePlus 13 vs iQOO 13: ওয়ানপ্লাস এবং আইকিউ সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন চীনা বাজারে লঞ্চ করেছে। দুটি স্মার্টফোনে একই প্রসেসর Qualcomm Snapdragon 8 Elite এর পাশাপাশি, দুটি মডেলই আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং বড় 6000mAh এর ব্যাটারি সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13 এবং আইকিউ 13 ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
OnePlus 13 vs iQOO 13: কোন স্মার্টফোনটি সেরা?
ওয়ানপ্লাস 13 ফোনের স্পেসিফিকেশন এবং দাম কত
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনে 6.82-ইঞ্চি BOE X2 2K+ AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 4500 নিটস পিক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং বিশ্বের সবচেয়ে প্রথম DisplayMate A++ রেটিং সাপোর্ট করে।
যেমনকি আমরা আগেই জানি যে ওয়ানপ্লাস 13 ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরে কাজ করবে। ডিভাইসটি 24GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13 ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসে। এতে 50MP Sony LYT 808 প্রাইমারি সেন্সর, 50MP Sony LYT600 টেলিফটো সেন্সর সহ 3x অপটিকাল জুম এবং 50MP Samsung JN1 আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সাপোর্ট দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP Sony IMX612 ফ্রন্ট ফেসিং ক্যামেরা অফার করা হয়েছে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনটি 6000mAh এর বড় ব্যাটারি সহ 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এতে 50W ওয়্যারলেস চার্জিং এবং ম্যাগনেটিক চার্জিং অফার করা হয়েছে।
আইকিউ 13 ফোনের স্পেসিফিকেশন এবং দাম কত
এবার কথা আইকিউ 13 ফোনের। আইকিউ 13 ফোনে 6.82-ইঞ্চি 2K+ 144Hz BOE Q10 LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটি 4500 নিটস পিক ব্রাইটনেস, 144hz রিফ্রেশ রেট এবং 2592Hz হাই-ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে।
পারফরম্যান্সের ক্ষেত্রে আইকিউ 13 ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর এবং এড্রেনো 830 জিপিইউ তে কাজ করে। ফোনের সাথে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ অফার করা হয়েছে।
অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 15 আউট অফ দ্য বক্সে চলবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ 13 ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। এতে 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 50MP 3x টেলিফটো লেন্স দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে স্মার্টফোনটি 6150mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনে আল্ট্রাসোনিক সেন্সর পাওয়া যাবে।
কত দাম ওয়ানপ্লাস 13 এবং আইকিউ 13 ফোনের
দামের কথা বললে, আইকিউ 13 ফোনের দাম 3999 ইউয়ান (প্রায় 47,000 টাকা) থেকে শুরু হয়। এই দামে ফোনের 12GB RAM/256GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনে 16GB RAM/ 1TB স্টোরেজ মডেলের দাম 5199 ইউয়ান (প্রায় 61,000 টাকা) দাম রাখা হয়েছে।
পাশাপাশি, ওয়ানপ্লাস 13 ফোনের দাম 4499 ইউয়ান (প্রায় 53,150 টাকা) থেকে শুরু হয়। এই দামে ফোনের 12GB RAM/256GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 24GB RAM/1TB মডেলের দাম 5999 ইউয়ান (প্রায় 70,966 টাকা) রাখা হয়েছে।
আরও পড়ুন: Google শীঘ্রই লঞ্চ করবে Pixel 9a, ফোনের দাম এবং স্পেসিফিকেশন ফাঁস, জানুন কী থাকবে বিশেষ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile