OnePlus 12 এর চেয়ে 6000 টাকা বেশি দামি হবে OnePlus 13, আজ লঞ্চের আগে জানুন কত হবে দাম

OnePlus 12 এর চেয়ে 6000 টাকা বেশি দামি হবে OnePlus 13, আজ লঞ্চের আগে জানুন কত হবে দাম
HIGHLIGHTS

OnePlus 13 আজ 31 অক্টোবর লঞ্চ হবে

ওয়ানপ্লাস 13 ফোনের বেস মডেল 12GB RAM+256GB মডেলের দাম CNY 4799 (প্রায় 56,658 টাকা) থেকে শুরু হবে

লিক অনুযায়ী নতুন ওয়ানপ্লাস ফোনের দাম ওয়ানপ্লাস 12 ফোনের চেয়ে 6000 টাকা বেশি হবে

OnePlus 13 আজ 31 অক্টোবর লঞ্চ হবে। আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের আগেই এই ফোনের দাম ফাঁস হয়ে গেছে। GSM এরিনা রিপোর্ট অনুযায়ী, চীনে ওয়ানপ্লাস 13 ফোনের দাম সম্পর্কে অনলাইনে প্রকাশ হয়েছে। এই লিক অনুযায়ী নতুন ওয়ানপ্লাস ফোনের দাম ওয়ানপ্লাস 12 ফোনের চেয়ে 6000 টাকা বেশি হবে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13 ফোনের লেটেস্ট লিকে কী কী প্রকাশ হয়েছে।

OnePlus 13 ফোনের দাম কত হবে

খবর অনুযায়ী ওয়ানপ্লাস 13 ফোনের বেস মডেল 12GB RAM+256GB মডেলের দাম CNY 4799 (প্রায় 56,658 টাকা) থেকে শুরু হবে। এছাড়া টপ মডেলটি 24GB+1TB মডেল দাম CNY 6299 (প্রায় 74,368 টাকা) হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 200 টাকার কম দামে 28 দিন পর্যন্ত আনলিমিটডে কলিং সাথে ডেটা

oneplus 13 upcoming flagship phone to have camera design change and boe x2 display

দাম থেকে বোঝা যাচ্ছে যে ওয়ানপ্লাস 12 এর দাম ওয়ানপ্লাস 13 এর তুলনায় সস্তা প্রায় 6000 টাকা কম ছিল।

আপকামিং ওয়ানপ্লাস 13 ফোনের দাম বাড়ার মেইন কারণ Snapdragon 8 Elite চিপসেট। মনে করিয়ে দি যে ওয়ানপ্লাস 12 ফোনে Snapdragon 8 Gen 3 ছিল। এই কারণে নতুন ফোনের দাম 25-30 শতাংশ বেশি দামি হবে বলে খবর রয়েছে।

ওয়ানপ্লাস 13 ফোনে স্পেসিফিকেশ এবং ফিচার কী থাকবে

নতুন ওয়ানপ্লাস 13 ফোনে 6.82-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। কোম্পানি আগেই নিশ্চিত করেছে যে ফোনে 2K OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে যা 100W চার্জিং সাপোর্ট করবে। এই ফিচারে ফোনটি মাত্র 36 মিনিটে 0 থেকে 100 শতাংশ চার্জ হয় যাবে। ফোনের সাথে 50W এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 13 ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এতে 50MP LYT-808 মেইন সেন্সর সহ 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: Google শীঘ্রই লঞ্চ করবে Pixel 9a, ফোনের দাম এবং স্পেসিফিকেশন ফাঁস, জানুন কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo