লেটেস্ট OnePlus 13 স্মার্টফোনের আজ 10 জানুয়ারি থেকে ওপেন সেল শুরু হচ্ছে। লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস 13 সম্প্রতি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। ওয়ানপ্লাস এর এই ফোনটি 24GB RAM এবং 1TB স্টোরেজ পর্যন্ত সাপোর্ট করে। ওয়ানপ্লাস 13 এর সাথে OnePlus 13R ফোনও লঞ্চ করা হয়েছে। প্রথম সেল ওয়ানপ্লাস 13 ফোনটি দুর্দান্ত ডিসকাউন্ট সহ কেনা যাবে।
ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস 13 ফোনের প্রথম সেল আজ 10 জানুয়ারি দুপুর 12টা থেকে শুরু হচ্ছে। ওয়ানপ্লাস এর লেটেস্ট ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং ওয়ানপ্লাস স্টোর সহ Amazon সাইট থেকে কেনা যাবে। এই স্মার্টফোনে বিশেষ OnePlus AI ফিচার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রথম সেল আজ! 10 হাজারের কম দামে Redmi এর লেটেস্ট 5G ফোনের, রয়েছে 50MP ক্যামেরা এবং বড় ব্যাটারি
ওয়ানপ্লাস 13 ফোনটি ভারতে তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
ফোনের টপ ভ্যারিয়্যান্টের বিক্রি এখনও শুরু করা হয়েনি। অফারের আওতায় ICICI কার্ড পেমেন্টে গ্রাহকরা 5000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া 7000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। সেই হিসেবে ফোনটি 12000 টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। ওয়ানপ্লাস এর এই স্মার্টফোনটি তিনটি Black Eclipse, Arctic Dawn এবং Midnight Ocean কালার অপশনে কেনা যাবে।
ডিসপ্লে: ওয়ানপ্লাস 13 ফোনটি 6.82-ইঞ্চির 2K+ AMOLED ডিসপ্লে সহ আসে। ফোনের ডিসপ্লেতে 4500 নিট পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।
প্রসেসর: ওয়ানপ্লাস 13 ফোনটি Qualcomm Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হয়েছে। ফোনের সাথে 24GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13 ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 50MP Sony LYT-808 মেইন OIS ক্যামেরা পাওয়া যাবে। এর সাথে 50MP আল্ট্রা ওয়াইড এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32MP ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে ওয়ানপ্লাস ফোনটি 6000mAh এর Silicon Nano Stack ব্যাটারি সহ আসে। এটি চার্জ করতে ফোনে 100W SuperVOOC চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং পাওয়া যাবে।
অপারেটিং সিস্টাম: ওয়ানপ্লাস 13 ফোনটি Android 15 ভিত্তিক OxygenOS 14 দেওয়া হয়েছে।