OnePlus 13 সিরিজ ভারতে আজ Winter Launch Event 2025 চলাকালীন লঞ্চ করা হয়েছে। ওয়ানপ্লাস 13 সিরিজের আওতায় রয়েছে OnePlus 13 5G ফ্ল্যাগশিপ ফোন যা প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী হার্ডওয়্যার এবং 5তম জেনারেশন Hasselblad ক্যামেরা অফার করে। এই ফোনের সাথে আনা হয়েছে OnePlus 13R 5G, যা কিলার লুক সহ দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করে। দুটি স্মার্টফোনই Android 15 ভিত্তিক OxygenOS 15-এ চলে এবং একগুচ্ছ নতুন ফিচার রয়েছে।
আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13 এবং ওয়ানপ্লাস 13আর ফোনের ভারতে দাম কত, স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে।
ওয়ানপ্লাস 13 ফোনটি 6.82-ইঞ্চি QHD+ LTPO 3K প্যানেল দেওয়া যা 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে। ফোনের সাথে 4500 নিট পিক ব্রাইটনেস অফার করা হয়েছে। প্রসেসর হিসেবে ফোনে Snapdragon 8 Elite চিপসেট সহ Adreno 830 GPU পাওয়া যাবে। এটি 24GB LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh এর ব্যাটারি রয়েছে যা 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস সাপোর্ট করে। কোম্পানি লেটেস্ট ওয়ানপ্লাস ফোনে IP69 সার্টিফিকেশন অফার করেছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, স্মার্টফোনে 50MP Sony LYT 808 প্রাইমারি সেন্সর, 3x অপটিকাল জুম এবং 120x ডিজিটাল জুম সহ 50MP Sony LYT 600 টেলিফটো ক্যামেরা সেন্সর দেওয়া। এছাড়া এটি 50MP আল্ট্রা-ওয়াইড সেন্সর পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এবার কথা ওয়ানপ্লাস 13আর 5জি ফোনে 6.78 ইঞ্চি 1.5K LTPO 4.1 AMOLED প্যানেল রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস এবং কর্ণিং গরিল্লা গ্লাস 7i সুরক্ষার সাথে আসে। স্মার্টফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে যা 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা। ওয়ানপ্লাস 13 এর মতোই এই ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এটি 80W ফাস্ট চার্জিং রয়েছে। ডিভাইসে 4 বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে। এই ফোন IP65 সার্টিফাইড।
ফটোগ্রাফির ক্ষেত্রে, স্মার্টফোনে 50MP প্রাইমারি শ্যুটার, 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। সেলফির জন্য, এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
গ্রাহকরা ICICI ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 5000 টাকার ছাড় পাবেন। এছাড়া ওয়ানপ্লাস গ্রাহকদের পুরনো ফোনে 7000 টাকার এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হবে। ওয়ানপ্লাস 13 ফোনের বিক্রি 10 জানুয়ারি থেকে শুরু হবে।
ICICI কার্ড গ্রাহকরা ওয়ানপ্লাস 13আর কেনাকাটায় 3000 টাকার ছাড় পাবেন। এছাড়া ওয়ানপ্লাস গ্রাহকদের 4000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হবে। ফোনের বিক্রি 13 জানুয়ারি থেকে শুরু হবে।
আরও পড়ুন: Motorola লঞ্চ করল 7000 টাকার কম দামে 50MP ক্যামেরা এবং 5200mAh ব্যাটারি সহ স্মার্টফোন