OnePlus 13 এবং OnePlus 13R আজ ভারতে হবে লঞ্চ, দুর্ধর্ষ ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ আর কী থাকবে বিশেষ, জানুন সমস্ত কিছু
OnePlus 13 এবং OnePlus 13R ভারতে 7 জানুয়ারি অর্থাৎ আজ লঞ্চ হতে প্রস্তুত
2025 সালের সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোনের মধ্যে একটি হবে ওয়ানপ্লাস 13 সিরিজ
ওয়ানপ্লাস 13 ফোনটি কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী চিপসেট Snapdragon 8 Elite দেওয়া হয়েছে
OnePlus 13 এবং OnePlus 13R ভারতে লঞ্চ হতে প্রস্তুত। 7 জানুয়ারি অর্থাৎ আজ ওয়ানপ্লাস নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ হবে। ওয়ানপ্লাস 13 ভারতের আগে চীনে চালু করা হয়েছে। তবে ওয়ানপ্লাস 13আর ফোনটি বিশ্ব বাজারে প্রথমবার আনা হবে। 2025 সালের সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোনের মধ্যে একটি হবে ওয়ানপ্লাস 13 সিরিজ। আসুন লঞ্চের আগেই জেনে নিন ওয়ানপ্লাস 13 এবং ওয়ানপ্লাস 13আর ফোনে কেমন হবে স্পেক্স এবং ফিচার।
OnePlus 13 এবং OnePlus 13R ভারতীয় লঞ্চ
ওয়ানপ্লাস কোম্পানি 7 জানুয়ারি একটি বড় ইভেন্ট আয়োজিত করতে চলেছে। এখানে ওয়ানপ্লাস 13 এবং ওয়ানপ্লাস 13আর ভারতে লঞ্চ হবে। এই লঞ্চ ইভেন্ট রাত 9 টায় শুরু হবে যা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে।
আরও পড়ুন: 12GB RAM, 2 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ সহ সস্তা Moto G05 আজ হবে লঞ্চ, জানুন বাজেট ফোনের দাম কত হবে
R you ready to experience the perfect blend of intelligence and speed?
— OnePlus India (@OnePlus_IN) January 6, 2025
Catch the #OnePlus13R live tomorrow, exclusively at the OnePlus Winter Launch Event. pic.twitter.com/VKSAGto3x4
ওয়ানপ্লাস 13 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী হবে
ডিসপ্লে: ওয়ানপ্লাস 13 ফোনে 6.82-ইঞ্চির 2K+ স্ক্রিন দেওয়া হয়েছে যা LTPO AMOLED সহ আসবে। এটি 120Hz রিফ্রেশ রেট সহ 4500 নিট পিক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং ডলবি ভিশন সাপোর্ট করবে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য ওয়ানপ্লাস 13 ফোনটি কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী চিপসেট Snapdragon 8 Elite দেওয়া হয়েছে। ফোনটি Android 15 ভিত্তিক OxygenOS 15 এ কাজ করবে।
মেমোরি: ওয়ানপ্লাস 13 চীনে 12GB, 16GB এবং 24GB RAM সহ লঞ্চ হবে। আশা করা হচ্ছে যে ভারতে এটি 16GB পর্যন্ত RAM সহ আনা হবে যা 256GB এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা যেতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13 Hasselblad ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে রিয়ারে 50MP মেইন OIS সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 50MP সোনি LYT600 পেরিস্কোপ টেলিফটো সেন্সর পাওয়া যাবে। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে শক্তিশালী 6000mAh ডুয়াল সেল ব্যাটারি দেওয়া হয়েছে। স্মার্টফোনে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং থাকবে।
ওয়ানপ্লাস 13আর ফোনে কেমন হবে স্পেসিফিকেশন এবং ফিচার
ডিসপ্লে: ওয়ানপ্লাস 13আর ফোনে থাকতে পারে 6.78-ইঞ্চি স্ক্রিন যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর: ওয়ানপ্লাস 13 ফোনটি কোয়ালকম এর Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসরে লঞ্চ করা হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13আর ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে। এতে Sony IMX906 50MP মেইন সেন্সর থাকতে পারে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13আর ফোনটি 6000mAh ব্যাটারি সাপোর্ট করবে। আশা করা হচ্ছে যে কোম্পানি ফোনের সাথে 80W ফাস্ট চার্জিং ফিচার দিতে পারে।
আরও পড়ুন: Jio vs Airtel Recharge Plans: এক মাসের কোন কোম্পানির রিচার্জ প্ল্যান সস্তা, কে দিচ্ছে বেশি সুবিধা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile