OnePlus 13 এবং OnePlus 13R ভারতে আজ 7 জানুয়ারি লঞ্চ হতে চলেছে। তবে ভারতের আগেই চীনের বাজারে চালু হয়ে গেছে ওয়ানপ্লাস 13 সিরিজ। কিন্তু চীনের ভার্সন থেকে কিছুটা আলাদা স্পেসিফিকেশন হবে এই ফোনের। লেটেস্ট লিকে লঞ্চের আগেই ওয়ানপ্লাস 13 ফোনের দাম একজন টিপস্টার প্রকাশ করে দিয়েছে।
ভারতীয় টিপস্টার অভিষেক যাদব ওয়ানপ্লাস 13 ফোনের রিটেল বক্সের দাম লিক করেছে। আসুন জেনে নেওয়া যাক ভারতে কত দামে আসবে আপকামিং ওয়ানপ্লাস 13 সিরিজটি।
আরও পড়ুন: Redmi 14C 5G vs Realme Narzo 70x 5G: 12 হাজার টাকায় কোন স্মার্টফোন হবে সেরা অপশন, জানুন সমস্ত ডিটেল
X (টুইটার) সাইটে অভিষেক যাদব (@yabhishekhd) তার একটি পোস্টে ওয়ানপ্লাস 13 ফোনের রিটেল বক্স প্রাইস লিক করেছে। সোর্স দিয়ে টিপস্টার জানিয়েছে, আপকামিং ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফোনের 12GB+256GB স্টোরেজ বক্সের দাম 70,999 টাকা হবে। তবে বলে দি যে বক্সে লেখা দাম থেকে সেল প্রাইস থেকে কম হয়।
টিপস্টার অনুমান করছে যে ওয়ানপ্লাস 13 ফোনের 12GB + 256GB মডেলের সেলিং প্রাইস 64,999 টাকা হতে পারে। তবে এখন পর্যন্ত কোম্পানির তরফে আপকামিং ফোনের দাম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়েনি।
মনে করিয়ে দি যে ওয়ানপ্লাস 12 ফোনের 12GB + 256GB স্টোরেজ সহ বেস মডেলটি ভারতে 64,999 টাকা এবং 16GB+512GB ভ্যারিয়্যান্ট 69,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
যদি লেটেস্ট লিক সঠিক হয় তবে কোম্পানি তার লেটেস্ট ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস 13 ফোনটি একই দামে আনতে পারে।
আরও পড়ুন: 12GB RAM, 2 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ সহ সস্তা Moto G05 আজ হবে লঞ্চ, জানুন বাজেট ফোনের দাম কত হবে