New OnePlus Smartphone: ওয়ানপ্লাস 5G ফোনের নতুন মডেল লঞ্চ, প্রথম সেলে 3000 টাকার ছাড় এবং বিনামূল্যে মিলবে ইয়ারবডস
ওয়ানপ্লাস চলতি বছরে লঞ্চ হওয়া মিড-রেঞ্জ প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 12R 5G এর নতুন ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে
এই ফোনটি AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং দুর্দান্ত ব্যাটারি সহ আসে
ওয়ানপ্লাস 12R সানসেট ডিউন ফোনের দাম 42,999 টাকা রাখা হয়েছে
ওয়ানপ্লাস চলতি বছরে লঞ্চ হওয়া মিড-রেঞ্জ প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 12R 5G এর নতুন ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে। কোম্পানি সম্প্রতি এই ফোনের Genshin Impact মডেল লঞ্চ করেছিল। এখন কোম্পানি ওয়ানপ্লাস 12R মডেলের Sunset Dune কালার অপশন চালু করেছে। তবে নতুন ফোনে একই স্পেসিফিকেশন অফার করা হয়েছে যা আগের ফোনে দেওয়া। এই ফোনটি AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং দুর্দান্ত ব্যাটারি সহ আসে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেল।
OnePlus 12R Sunset Dune ফোনের দাম কত ভারতে
ওয়ানপ্লাস 12R এর নতুন মডেলটি সানসেট ডিউন কালার অপশনে আনা হয়েছে। ফোনের দাম 42,999 টাকা রাখা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM+256GB স্টোরেজ অপশন কেনা যাবে। নতুন ভ্যারিয়্যান্টের বিক্রি 20 জুলাই থেকে করা হবে।
আরও পড়ুন: Jio vs Airtel vs Vodafone Idea: এক বছরের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কার? জেনে নিন
অফারের আওতায় ওয়ানপ্লাস 12R ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ICICI কার্ড পেমেন্টে পাওয়া যাবে। এর সাথে গ্রাহকরা ওয়ানপ্লাস বডস 3 কোনো অতিরিক্ত খরচ ছাড়াই কিনতে পারবেন।
ওয়ানপ্লাস 12R 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
যেমনটি আমরা জানিয়েছি ফোনের নতুন মডেলের স্পেসিফিকেশনে কোনো বদল করা হয়েনি।
ডিসপ্লে হিসেবে এতে বড় 6.78-ইঞ্চির AMOLED LTPO স্ক্রিন পাওয়া যাবে। যা আপনাকে আপনার পছন্দের কন্টেন্ট দেখতে সুবিধা দেয়। স্ক্রিনে পিক ব্রাইটনেস 4500 নিটস দেওয়া। এতে 120Hz রিফ্রেশ সহ স্ক্রিন রয়েছে।
প্রসেসিংয়ের জন্য এটি Snapdraon 8 Gen 2 চিপসেটে কাজ করে। এটি 16GB পর্যন্ত RAM এর সাথে পেয়ার করা।
ফটোগ্রাফির জন্য ফোনটি 50MP+8MP+2MP ক্যামেরা সেন্সর অফার করে। সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া ফোনে।
পাওয়ার দিতে এই ফোনে 5500mAh ব্যাটারি দেওায় যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Oppo Reno 12 এবং Reno 12 Pro ভারতে লঞ্চ, AI ফিচার, 50MP ক্যামেরা এবং 12GB RAM সহ ফোনের দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile