সবচেয়ে কম দামে OnePlus 12R 5G কেনার সুযোগ, 9000 টাকা সস্তায় মিলবে 16GB RAM, জানুন কোথায় পাবেন অবিশ্বাস্য ছাড়
OnePlus এর দুর্দান্ত স্মার্টফোন বর্তমান সময় লঞ্চ প্রাইস থেকে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে
OnePlus 12R 5G স্মার্টফোনের দাম ঠিক আপকামিং OnePlus 13 লঞ্চের আগে কমিয়ে দিয়েছে
ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের পর ওয়ানপ্লাস 12R ফোনটি 9000 টাকার কম দামে কেনা যাবে
OnePlus এর দুর্দান্ত স্মার্টফোন বর্তমান সময় লঞ্চ প্রাইস থেকে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি OnePlus 12R ফোনের। আপনি যদি পাওয়ারফুল স্পেসিফিকেশন সহ ওয়ানপ্লাস 12আর ফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট প্রাইসে কিনতে চাইছেন তবে এটাই সঠিক সময়। ওয়ানপ্লাস 12আর স্মার্টফোনের দাম ঠিক আপকামিং OnePlus 13 লঞ্চের আগে কমিয়ে দিয়েছে।
আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 12আর ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
আরও পড়ুন: iQOO 13 ফোনের প্রথম সেলে আজ মিলবে 3000 টাকার সোজা ছাড়, 6000mAh এর ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা
OnePlus 12R 5G ফোনে কত টাকার ছাড় পাওয়া যাবে
আসলে, কমিউনিটি সেলের আওতায় ওয়ানপ্লাস 12আর ফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। বর্তমান সময় Amazon সাইটে 16GB RAM এবং 256GB স্টোরেজ সহ মডেলটি 39,999 টাকায় লিস্ট করা।
বলে দি যে 2024 সালের জানুয়ারী মাসে ওয়ানপ্লাস 12আর ফোনটি লঞ্চ হয়ছিল। লঞ্চের সময় ওয়ানপ্লাস 12আর ফোনের 16GB+256GB স্টোরেজ মডেলের দাম 45,999 টাকা ছিল। যার মানে অ্যামাজন সাইটে এই ফোনটি সোজা 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
তবে এখানেই শেষ নয়, কোম্পানি এই ফোনে দুর্দান্ত ব্যাঙ্ক অফারও দিচ্ছে। গ্রাহকরা ICICI Bank, RBL এবং OneCard ক্রেডিট কার্ড পেমেন্টে 3000 টাকার ছাড় অফার করা হচ্ছে। যার পরে ফোনের দাম কমে 36,999 টাকা হয় যাবে।
অ্যামাজন লিস্টিং অনুযায়ী, এটি লঞ্চ প্রাইস থেকে এখন পর্যন্ত সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। যার মানে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের পর এটি 9000 টাকার কম দামে কেনা যাবে।
ওয়ানপ্লাস 12আর ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 12আর ফোনে 6.78-ইঞ্চি 1.5K LTPO 4.0 AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 4500 নিট পিক ব্রাইটনেস সহ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 12আর ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া। এটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এর সাথে পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP Sony IMX890 এবং 50MP ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP সেলফি ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 12আর ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 100W SuperVOOC ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: রিয়েলমি নিজেই ভুল করে প্রকাশ করল Realme Neo 7 ফোনের দাম, একবার চার্জে চলবে 3 দিন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile