Amazon Great Summer Sale 2024 ভারতে আজ রাত 12 টায় অর্থাৎ 2 মে শুরু হয়ে গেছে
অ্যামাজন সেল চলাকালীন Apple, Xiaomi থেকে শুরু করে Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে
গ্রাহকদের ICICI, Bank of India এবং OneCard পেমেন্টে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে
Amazon Summer Sale 2024 ভারতে আজ রাত 12 টায় অর্থাৎ 2 মে শুরু হয়ে গেছে। বলে দি যে আজ রাত 12টায় Amazon Prime মেম্বররা এই সেল এক্সেস করতে পারবেন। পাশাপাশি, বাকি সমস্ত গ্রাহকদের জন্য দুপুর 12 টায় এই সেল শুরু হবে। আপনি যদি Flagship Smartphone কিনবেন ভাবছেন তবে এই সুযোগ ছাড়বেন না।
অ্যামাজন সেল চলাকালীন Apple, Xiaomi থেকে শুরু করে Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকদের ICICI, Bank of India এবং OneCard পেমেন্টে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক কোন স্মার্টফোনে কত ছাড় পাওয়া য়াবে।
Amazon Summer Sale 2024-এ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেদার ছাড়:
Xiaomi 14 Ultra 5G
শাওমি ১৪ আল্ট্রা ৫জি ফোনের 16GB RAM এবং 512GB স্টোরেজ মডেলটি অ্যামাজন সেলে 99,999 টাকায় লিস্ট করা রয়েছে। ব্যাঙ্ক অফারে HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে 5000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। ছাড়ের পর ফোনটি মাত্র 94,999 টাকায় কেনা যাবে।
ফোনের স্পেসিফিকেশনের কথা বললে, এতে 6.70 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে রয়েছে Apple A17 Pro প্রসেসর। ক্যামেরা ক্ষেত্রে, এতে 48+12+12MP সেন্সর পাওয়া যাবে। ফ্রন্টে 12MP সেলফি ক্যামেরা রয়েছে। কিনতে এখানে ক্লিক করুন
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.