OnePlus 12 ফোনর ব্যাটারি ডিটেল ফাঁস, পাওয়ারফুল চার্জিংয়ে মিনিটে হবে ফুল চার্জ

OnePlus 12 ফোনর ব্যাটারি ডিটেল ফাঁস, পাওয়ারফুল চার্জিংয়ে মিনিটে হবে ফুল চার্জ
HIGHLIGHTS

ওয়ানপ্লাস কোম্পানি শীঘ্রই নতুন স্মার্টফোন OnePlus 12 লঞ্চ করতে পারে

সম্প্রতি ফোনটি 5400mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সহ প্রকাশ হয়েছে

আপকামিং ওয়ানপ্লাস ফোনটি সম্প্রতি 3C সার্টিফিকেশন সাইটে লিস্ট করা হয়েছে

OnePlus তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে আরেকটি নতুন ডিভাইস যোগ করতে চলেছে। ওয়ানপ্লাস কোম্পানি শীঘ্রই নতুন স্মার্টফোন OnePlus 12 লঞ্চ করতে পারে। সবার প্রথম এই ফোন চিনের মার্কেটে চালু করা হবে, যার পরে এটি ভারতে আনা হবে। তবে সম্প্রতি ফোনটি 5400mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সহ প্রকাশ হয়েছে। ফোনে প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 8 Gen 3 SoC পাওয়া যাবে।

আপকামিং ওয়ানপ্লাস ফোনটি সম্প্রতি 3C সার্টিফিকেশন সাইটে লিস্ট করা হয়েছে। এখানে ফোনের চার্জিং ডিটেল প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনটি কী নতুন ফিচার নিয়ে আসতে চলেছে।

আরও পড়ুন: 108MP সহ OPPO 5G ফোন কিনুন মাত্র 12 হাজার টাকার দামে, কোথায় পাবেন এই বাম্পার অফার?

3C সাইটে লিস্টিং করা হয়েছে Oneplus 12

3C সার্টিফিকেশন সাইটের লিস্টিং ইমেজ থেকে জানা গিয়েছে যে ডিভাইসটি PJD110 মডেল নম্বর সহ স্পট করা হয়েছে।

Oneplus 12 with 100W Fast Cahrging
3C সাইটে লিস্টিং করা হয়েছে OnePlus 12

3C সাইটে মোবাইলটি 100W ওয়্যারড চার্জিং সাপোর্ট সহ দেখা গিয়েছে।

তবে লিস্টিং ডিটেল ছাড়া টিপস্টার এর তরফে বলা হয়েছে যে ফোনে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে।

OnePlus 12 ফোনে কী স্পেসিফিকেশন থাকতে পারে

ওয়ানপ্লাস 12 ফোনে 6.82-ইঞ্চি LTPO OLED প্যানেল দেওয়া যেতে পারে। এতে 2K রেজোলিউশন সহ একটি ডিসপ্লেমেট A+ রেটযুক্ত X1 ‘ওরিয়েন্টাল স্ক্রিন’ থাকতে পারে। এটি 2600 নিটস পিক ব্রাইটনেস লেভল সহ আসতে পারে।

আরও পড়ুন: কম খরচে Airtel দিচ্ছে 60GB ডেটা, আনলিমিটেড কলিং সহ 5G সুবিধা! জানুন কোন প্ল্যানে পাবেন এত সুবিধা

আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া ফাস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটের সাথে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Oneplus 12 with 100W Fast Cahrging
OnePlus 12 ফোনে কী স্পেসিফিকেশন থাকতে পারে

ওয়ানপ্লাস ফোনে 24GB পর্যন্ত RAM এবং 1TB স্টোরেজ অফার করা যেতে পারে।

ক্যামেরা ফিচারের কথা বললে, এতে OIS সাপোর্ট সহ 50MP Sony IMX966 সেন্সর, 48MP এর Sony IMX581 আল্ট্রা-ওয়াইড টেলিফটো সেন্সর এবং 3x অপটিক্যাল জুম এবং হাইব্রিড ক্যামেরার সাথে 64-মেগাপিক্সেল OmniVision OV64B সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 32-মেগাপিক্সেল সেন্সর দেওয়া যেতে পারে।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস 12 ফোনে 5400mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস 12 ফোনে লেটেস্ট Android 14 ভিত্তিক অক্সিজেন OS 14-এ কাজ করতে পারে।

আরও পড়ুন: গাড়ি চুরি হওয়ার সমস্যা থেকে বাঁচাবে Jio এর নতুন ডিভাইস, পুরানো গাড়ি হয়ে যাবে একদম ঝকঝকে Smart Car

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo