OnePlus 13 ভারতে 7 জানুয়ারি লঞ্চ হবে। এই ফোনটি ভারতে আসতে দুই সপ্তাহ বাকি এবং কোম্পানি তার পুরনো ফোনের দাম একধাপে কমিয়ে দিয়েছে। কোম্পানির তরফে OnePlus 12 এর দাম কমিয়ে দিয়েছে। ওয়ানপ্লাস 13 লঞ্চের ঠিক দুই সপ্তাহ আগে সস্তা দামে পুরো ওয়ানপ্লাস 12 ফোনটি বিক্রি করা হচ্ছে। ওয়ানপ্লাস 12 ফোনের নতুন দাম কত আসুন জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস 12 ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি 64,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন কোম্পানির তরফে এই ফোনের দাম 5000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস 12 ফোনটি এখন 59,999 টাকায় কেনা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ওয়ানপ্লাস ইন্ডিয়ার সাথে শপিং সাইট Amazon থেকে এই স্মার্টফোন নতুন সস্তা দামে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: Vodafone Idea লঞ্চ করল দুটি সস্তা রিচার্জ প্ল্যান, দাম 150 টাকার কম, জানুন সুবিধা কী
ডিসপ্লে: ওয়ানপ্লাস 12 ফোনে 6.82-ইঞ্চির কোয়াডএইচডি+ 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি LTPO+ প্যানেলে তৈরি। এটি 120Hz রিফ্রেশ রেট, 4500 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে ওয়ানপ্লাস ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 12 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ফোনটি 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 48MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সহ আসে। এটি 3X অপটিকাল জুম থেকে 120X জুম পর্যন্ত ছবি তোলা যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে ওয়ানপ্লাস 12 ফোনে 5400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে মাত্র 11 মিনিটে চার্জিংয়ে এই ফোন 50 শতাংশ পর্যন্ত চার্জ এবং 26 মিনিটে ফুল 100 শতাংশ চার্জ হতে পারে।
আরও পড়ুন: e-PAN Card ডাউনলোড করার ইমেইল পেয়েছেন? সাবধান, হতে পারে বড় ফ্রড