OnePlus 12 Price Leaked: লঞ্চের আগেই আপকামিং ওয়ানপ্লাস 12 স্মার্টফোনের দাম ফাঁস, জানুন কত হবে
OnePlus 12 এবং OnePlus 12R ভারত সহ অন্যান্য দেশের বাজারে 23 জানুয়ারী আসতে চলেছে
লঞ্চের কিছু দিন আগেই আপকামিং স্মার্টফোনের US দাম অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে
ওয়ানপ্লাস 12 ফোন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আসবে
OnePlus 12 এবং OnePlus 12R ভারত সহ অন্যান্য দেশের বাজারে 23 জানুয়ারী আসতে চলেছে। তবে লঞ্চের কিছু দিন আগেই আপকামিং স্মার্টফোনের US দাম অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে যে ওয়ানপ্লাস 12 ফোন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আসবে।
পাশাপাশি, ওয়ানপ্লাস 12R ফোনের দাম একটি সস্তা হবে বলে জানা গিয়েছে। ওয়ানপ্লাস 12 ইতিমধ্যেই চীনে এসে গিয়েছে। ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হবে। এছাড়া ফোনে 100W ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট সহ 5400mAh ব্যাটারি পাওয়া যাবে।
আরও পড়ুন: Best Jio Annual Plan: এক বছর পর্যন্ত বিনামূল্যে প্রাইম ভিডিও, 730GB ডেটা এবং আনলিমিটেড সুবিধা
কত হবে আপকামিং OnePlus স্মার্টফোনের দাম
TechPlus (জার্মান) এর একটি রিপোর্টে জানা গিয়েছে যে ওয়ানপ্লাস 12R ফোনের দাম $499 (প্রায় 35,000 টাকা) থেকে শুরু হবে। এই দামে ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশন কেনা যাবে। পাশাপাশি, ফোনের 16GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টটি 599 (প্রায় 35,000 টাকা) দামে বিক্রি করা হবে।
এবার ওয়ানপ্লাস 12 ফোনের দামের কথা বললে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে 12GB RAM + 256GB স্টোরেজ সহ $799 (প্রায় 66,400 টাকা) বিক্রি হবে। এছাড়া, 16GB RAM + 512GB কনফিগারেশনের দাম $899 (প্রায় 74,000 টাকা) হবে বলে আশা করা হচ্ছে। এই দাম গত বছরের মডেলের তুলনায় বেশি।
OnePlus 11 ফোন গত বছরের ফেব্রুয়ারিতে 8GB RAM + 128GB স্টোরেজ সহ $699 (প্রায় 58,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। তবে আপকামিং ওয়ানপ্লাস 12 ফোনের প্রতিযোগিতা Apple iPhone 15, Samsung Galaxy S23 এবং Google Pixel 8-এর সাথে হতে পারে।
আরও পড়ুন: Oneplus লঞ্চ করল 16GB RAM এবং Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত
Meet the family: #OnePlus12 and #OnePlus12R, launching on Jan 23
— OnePlus India (@OnePlus_IN) January 5, 2024
OnePlus 12 ফোনে কী ফিচার থাকবে
ওয়ানপ্লাস 12 ফোনটি 6.82-ইঞ্চি কোয়াড-HD+ (1,440 x 3,168 পিক্সেল) LTPO OLED স্ক্রিন সহ আসবে। এতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 4,500 nits ব্রাইটনেস রয়েছে। ফোনটি 24GB পর্যন্ত LPDDR5X RAM সহ একটি 4nm Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করবে।
আপকামিং ফোনে একটি Hasselblad-tuned ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া। এছাড়া এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করা হবে। ওয়ানপ্লাস 12 ফোনে 1TB UFS 4 ইনবিল্ট স্টোরেজ থাকবে। এছাড়া পাওয়ার দিতে ফোনে 100W SuperVOOC চার্জিং 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট থাকবে। এটি 5400mAh ব্যাটারি অফার করবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile