Oneplus 12 লঞ্চের তারিখ এল সামনে, 16GB RAM সহ আর কী থাকবে বিশেষ ফিচার, জানুন

Updated on 20-Nov-2023
HIGHLIGHTS

ওয়ানপ্লাস তার Weibo হ্যান্ডেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে Oneplus 12 চীনে 4 ডিসেম্বর লঞ্চ করা হবে

ওয়ানপ্লাস 12 এর সাথে OnePlus Ace 3 ফোনের লঞ্চের ঘোষনা করতে পারে

ওয়ানপ্লাস 12 ফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট অফার করা হবে

ওয়ানপ্লাস কোম্পানি তার আপকামিং ফ্ল্যাগশিপ ফোন Oneplus 12 লঞ্চের তারিখ প্রকাশ করেছে। ওয়ানপ্লাস 12 বেশ কয়েকদিন আগে থেকে অনলাইনে চর্চায় রয়েছে। কোম্পানি ওয়ানপ্লাস 12 এর সাথে OnePlus Ace 3 ফোনের লঞ্চের ঘোষনা করতে পারে। তবে এখনও পর্যন্ত কোম্পানি এই বিষয় কোনও তথ্য দেয়নি।

আসুন Oneplus 12 ফোনটি কোন কোন বিশেষ ফিচার এবং কত দামের সাথে আসবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: এক বছর পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি! Jio দিচ্ছে 730GB Data, আনলিমিটেড কলিং সহ Amaozn Prime সাবস্ক্রিপশন, জানুন কত দাম?

Oneplus 12 কবে হবে লঞ্চ

Oneplus 12

ওয়ানপ্লাস তার Weibo হ্যান্ডেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে ওয়ানপ্লাস 12 চীনে 4 ডিসেম্বর লঞ্চ করা হবে। বলে দি যে এই দিনে কোম্পানি তার 10 পছর পুরো করতে চলেছে। ওয়ানপ্লাস ব্র্যান্ডটি 14 অক্টোবর, 2012-এ শুরু হয়েছিল। 16 জুন 2021 সালে কোম্পানি Oppo এর সাথে পার্টনারশিপের ঘোষনা করে।

OnePlus 12 ফোনে কী স্পেসিফিকেশন থাকবে

রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, ওয়ানপ্লাস 12 ফোনে 6.82-ইঞ্চি BOE X1 OLED ডিসপ্লে থাকবে, যার 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। ওয়ানপ্লাস 12 ফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট অফার করা হবে।

OnePlus 12

আরও পড়ুন: Google Photos আনল দুটি নতুন AI Features, সহজেই ফটো এবং ভিডিও হবে ম্যানেজ

কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে ফোনের রিয়ার সাইডে ক্যামেরা সেটআপটি হাইপারটোন ক্যামেরা অপ্টিমাইজেশান সহ একটি LYT-T808 মেইন ক্যামেরা সেন্সর থাকবে। রিপোর্ট অনুযায়ী, প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল IMX581 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 64 মেগাপিক্সেল OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। এটি 3X অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি তোলার জন্য, ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে।

আপকামিং স্মার্টফোনটি Android 14 ভিত্তিক ColourOS 14-এ কাজ করবে বলে আশা করা হচ্ছে। ওয়ানপ্লাস 12 ফোনে 16GB LPDDR5x RAM এবং 1TB UFS 4.0 স্টোরেজ থাকতে পারে। পাওয়ার দিতে ফোনে 5400mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: Google Pixel 8a: লঞ্চের আগেই লিক হল আপকামিং পিক্সেলের ডিজাইন, জানুন কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :