Oneplus 12 render Image leak: স্টাইলিশ Design এবং Camera মডিউল সহ নতুন ছবি ফাঁস

Updated on 07-Sep-2023
HIGHLIGHTS

Oneplus 12 স্মার্টফোন সিরিজ আগামী বছরের শুরুতে ভারতে আসতে পারে

এই বছরের শেষের দিকে ওয়ানপ্লাস চিনের বাজারে OnePlus 12 চালু করতে পারে

এখন ডিভাইসের নতুন রেন্ডার mysmartprice এবং OnLeaks এর মাধ্যমে প্রকাশিত হয়েছে

Oneplus এর আপকামিং নম্বর সিরিজ বেশি কিছুদিন ধরে অনলাইনে টিজ করা হচ্ছে। Oneplus এর শক্তিশালী ফ্ল্যাগশিপ ডিভাইস OnePlus 11-এর আপগ্রেড ভার্সন, Oneplus 12 আবার ও অনলাইনে চর্চায় রয়েছে। ফোনের লিক রেন্ডার ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। এই বছরের শেষের দিকে ওয়ানপ্লাস চিনের বাজারে OnePlus 12 চালু করতে পারে। এই স্মার্টফোন সিরিজ আগামী বছরের শুরুতে ভারতে আসতে পারে।

এখন ডিভাইসের নতুন রেন্ডার mysmartprice এবং OnLeaks এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই রেন্ডারে ফোনটি কিলার লুক অর্থাৎ সুপার এবং স্টালিশ ডিজাইন সহ দেখা যাচ্ছে। আপকামিং ফোনের ক্যামেরা মডিউল আগের থেকে অনেকটা আলাদা দেখা যাচ্ছে। আসুন আপকামিং ফোন Oneplus 12 এর স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: Confirm: 200MP সেন্সর সহ Honor First 5G Phone-এর Price Leak, জানুন কেমন হবে ফোনটি

https://twitter.com/OnLeaks/status/1699384412536738209?ref_src=twsrc%5Etfw

Upcoming Oneplus 12 ফোনে কী থাকবে বিশেষ

লিক হওয়া রেন্ডারে দেখা যাচ্ছে যে আপকামিং ওয়ানপ্লাস ফোনে আগের মডেলের মতোই ক্যামেরা মডিউল দেওয়া হবে।

ফোনের পিছনে দুটি সেন্সার দেখা যাচ্ছে, যেখানে নীচে একটি সেন্সরের সাথে দ্বিতীয় কাটআউট দেওয়া হয়েছে।

Upcoming Oneplus Smartphone-এও হ্যাসেলব্লাড এর সাপোর্ট দেওয়া হবে, যা H শব্দের সাথে ক্যামেরা মডিউলে দেখানো হয়েছে।

Oneplus 12 ফোনে স্টোরেজ হিসেবে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: Realme Narzo 60X: 12GB RAM সহ সস্তা 5G Phone ভারতে লঞ্চ করল Realme, ভারতে দাম কত জানেন?

Oneplus 12 ফোনের ক্যামেরার সাথে LED Flash দেখা যেতে পারে, যা বৃত্তাকার ক্যামেরা মডিউলের বাইরে একদম শুরুতে দেখা যাচ্ছে। এর আগে আসা কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই ফোন পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করবে, যা লাইটনিং-ফাস্ট পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিং অফার করবে।

ওয়ানপ্লাস 12 ফোনে 6.7-ইঞ্চি QHD OLED ডিসপ্লের সাথে ইমারসিভ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে, যার সাথে ফোনে 120Hz রিফ্রেশ রেট থাকবে। ওয়ানপ্লাস 12 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ হতে পার, যার মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 64-মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।

ব্যাটারির দিক দিয়ে Oneplus 12 ফোনে 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Airtel 5G Recharge Plans: সস্তায় Unlimited 5G ডেটা প্ল্যান খুঁজছেন, এই 5 রিচার্জ হবে Best choice

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :