OnePlus 12 5G: কিলার লুক এবং 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ নতুন ওয়ানপ্লাস ফোন ভারতে লঞ্চ, দাম জানুন
OnePlus 12 5G ভারতীয় বাজারে বহু প্রতিক্ষার পরে অবশেষে লঞ্চ হয়েছে
ফোনের বেস ভ্যারিয়্যান্ট 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ 64,999 টাকায় কেনা যাবে
ওয়ানপ্লাস ফোনে পারফরম্যান্সের জন্য 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 Koryo চিপসেট দেওয়া হয়েছে
OnePlus 12 5G ভারতীয় বাজারে বহু প্রতিক্ষার পরে অবশেষে লঞ্চ হয়েছে। স্টাইলিশ লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ নতুন ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ করেছে কোম্পানি। আসুন জেনে নেওয়া যাক কত দামে কেনা যাবে এই নতুন স্মার্টফোনটি।
OnePlus 12 5G ভারতীয় দাম
ওয়ানপ্লাস 12 স্মার্টফোন দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভ্যারিয়্যান্ট 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ 64,999 টাকায় কেনা যাবে। এছাড়া ফোনের 16GB RAM এবং 512GB স্টোরেজের দাম 69,999 টাকা রাখা হয়েছে।
Get ready to redefine the word 'smartphone'.
— OnePlus India (@OnePlus_IN) January 23, 2024
The #OnePlus12 is here!
Pre-book now: https://t.co/9iu2DTJpwV pic.twitter.com/y1w2Ve0VU8
আরও পড়ুন: OPPO Reno 11F শীঘ্রই হবে লঞ্চ, একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইট মিলল দেখা
ভারতে ওয়ানপ্লাসের লেটেস্ট ফোনের বিক্রি 30 জানুয়ারি থেকে শুরু হবে। ফোনটি দুটি কালার Flowy Emerald এবং Silky Black অপশনে আনা হয়েছে।
OnePlus 12 ফোনের 5টি টপ স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস 12 স্মার্টফোনের ডিসপ্লেতে 6.82-ইঞ্চি QuadHD+ স্ক্রিন সাপোর্ট করে। এতে 3168×1440 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। স্ক্রিন সুরক্ষিত রাখতে এতে কর্নিঙ্গা গরিলা গ্লাস ভিকটাস 2 এর সুরক্ষা দেওয়া হয়েছে।
ওয়ানপ্লাস ফোনে পারফরম্যান্সের জন্য 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 Koryo চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 750 GPU পাওয়া যাবে।
এই ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে- 12GB RAM এবং 16GB RAM। এর সাথে রয়েছে 256GB স্টোরেজ এবং 512GB স্টোরেজ অপশন।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 12 ফোনে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা সেন্সর। এতে প্রাইমারি 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। এই ক্যামেরাটি 3x অপটিক্যাল জুম থেকে 120x জুম সাপোর্ট করে।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ওয়ানপ্লাস ফোনের ফ্রন্টে 32-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
ফোনে পাওয়ার দিতে ওয়ানপ্লাস 12 ফোনে 5400mAh ব্যাটারি রয়েছে। এতে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া। কোম্পানি দাবি করেছে যে মাত্র 11 মিনিটে ফোনটি 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে এবং 26 মিনিটে ফুল 100 শতাংশ চার্জ হবে।
আরও পড়ুন: Jio Cheapest Plan: 31 দিনের ভ্যালিডিটি সহ দুর্দান্ত সস্তা প্ল্যান, ডেটা-কলিং সহ রয়েছে একগুচ্ছ অফার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile