OnePlus 13 চীনে লঞ্চ হওয়ার পর এবার ভারতীয় বাজারে শীঘ্রই আসতে চলেছে। তবে ওয়ানপ্লাস 13 আসার আগেই কোম্পানি তার গত বছরের তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 12 এর দাম কমিয়ে দিয়েছে। Flipkart সাইটে আপাতত এই স্মার্টফোনে ছাড়ের সাথে, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনস দেওয়া হচ্ছে। ওয়ানপ্লাস এর এই স্মার্টফোন 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং কোয়ালকম Snapdragon 8 Gen 3 প্রসেসর মতো দুর্দান্ত স্পেসিফিকেশন সহ আসে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 12 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
ওয়ানপ্লাস 12 5জি ফোনের 12GB RAM+256GB স্টোরেজ (Glacial White) মডেলটি 57,386 টাকার শুরুর দামে লিস্ট করা ছিল। তবে এই ফোনের আসল দাম 64,999 টাকা রাখা হয়েছিল। যার মানে এই ফোনটি 7,613 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: WhatsApp এ আসছে Google এর দুর্দান্ত ফিচার, ছবি আসল নাকি নকল সহজে চেনা যাবে, জানুন কীভাবে করবে কাজ
এছাড়া কোম্পানি ওয়ানপ্লাস 12 5জি ফোনে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।
মাত্র 9 মাস পুরনো ওয়ানপ্লাস 12, তবে এই দামে এই ফোনটি এখনও সেরা পারফরম্যান্স অফার করে। ওয়ানপ্লাস 12 ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেট সহ আসে যা একটি পাওয়ারফুল হাই-এন্ড মোবাইল প্রসেসর। যেই ইউজাররা হাই পারফরম্যান্সে সহ দুর্দান্ত স্ক্রিন এবং ভাল ব্যাটারি লাইফ অফার করছে এমন স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি সেরা বিকল্প হতে পারে।
এই স্মার্টফোনে 120Hz স্ক্রিন সহ HDR10+, ডলবি ভিসন, 4500 নিটস পিক ব্রাইটনেস মতো ফিচার রয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 12 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP যা অপটিকাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) সহ Sony LYT-808 সেন্সর সহ আসে। এর সাথে 48MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল দেওয়া। এই ফোনে 64MP টেলিফটো ক্যামেরা রয়েছে যা 3X অপটিকাল জুম সাপোর্ট করে। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে এই ফোনে 5400mAh এর ব্যাটারিল রয়েছে। এর সাথে ফোনে 80W SUPERVOOC ওয়্যারড চার্জিং সহ 50W AIRVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া।