OnePlus 11R Solar Red: অবিশ্বাস্য 18GB RAM সহ ভারতে লঞ্চ নতুন ওয়ানপ্লাস ফোন

OnePlus 11R Solar Red: অবিশ্বাস্য 18GB RAM সহ ভারতে লঞ্চ নতুন ওয়ানপ্লাস ফোন
HIGHLIGHTS

ওয়ানপ্লাস এর তরফে নতুন OnePlus 11R Solar Red Edition লঞ্চ করা হয়েছে

OnePlus 11R Solar Red Edition ফোনটি ভারতে 45,999 টাকায় বিক্রি করা হবে

নতুন ওয়ানপ্লাস ফোনে 18 জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ অফার করা হয়েছে

ওয়ানপ্লাস এর তরফে নতুন OnePlus 11R Solar Red Edition লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনটি প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগামেন্ট নিয়ে এসেছে। ফোনে 18 জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ অফার করা হয়েছে।

OnePlus 11R Solar Red Edition দাম এবং বিক্রি

OnePlus 11R Solar Red Edition ফোনটি ভারতে 45,999 টাকায় বিক্রি করা হবে। OnePlus 11R ফোনের বিক্রি কোম্পানি ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর সহ ই-কমার্স Amazon সাইট থেকে করা হবে।

আরও পড়ুন: Amazon Sale: 7000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে Oneplus এর এই 5 স্মার্টফোন, দেখুন লিস্ট

OnePlus 11R Solar Red Edition দাম এবং বিক্রি

OnePlus 11R 5G Solar Red Edition ফোনে অফার

আর্লি এক্সেসের আওতায়, গ্রাহকরা 7 অক্টোবর থেকে ওয়ানপ্লাস ফোনের নতুন এডিশন কিনতে পারবেন। এতে কোম্পানি 1000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ফোনরে সাথে Oneplus Buds Z2 বিনামূল্যে অফার করছে।

আর্লি এক্সেস ইউজাররা এই ফোনটি 12 মাসের নো-কস্ট EMI অপশনেও এটি কিনতে পারেন।

ফোনটি 8 অক্টোবর থেকে 1000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টে কিনতে পারবেন। এছাড়া গ্রাহকদের 3000 টাকার এক্সচেঞ্জ বোনসও অফার করা হবে।

আরও পড়ুন: Google Pixel 8 Series: পিক্সেল ৮ এবং পিক্সেল 8 প্রো ভারতে লঞ্চ, মিলবে ৭ বছর Android আপডেট

OnePlus 11R 5G Solar Red Edition ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

লেটেস্ট ফোনটি 6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ আনা হয়েছে। ফোনটি 2772×1240 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Oneplus ফোনে অসাধারণ ডিসপ্লেতে 1450 nits এর পিক ব্রাইটনেস পাওয়া যাবে।

পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে Octa-core Snapdragon 8+ Gen 1 চিপসেট দেওয়া হয়েছে।

OnePlus 11R 5G Solar Red Edition ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফোনটি Android 13 ভিত্তিক OxygenOS 13-এ কাজ করে।

ফোনে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে, এর সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনে সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য় ফোনে 5000mAh ব্যাটারির এর সাথে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন: Samsung 5G Phone Discount: Amazon Sale-এ 5G ফোনে দেদার ছাড়, 15 হাজার টাকা পর্যন্ত বাম্পার ডিসকাউন্ট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo