OnePlus -এর নয়া ফোন OnePlus 11R আজ অর্থাৎ 28 ফেব্রুয়ারি থেকে ভারতে বিক্রি হচ্ছে। এই ফোনটি যদিও গত 7 ফেব্রুয়ারি লঞ্চ করে দেশে তবে বিক্রি শুরু হবে আজ থেকে। এই ফোনটির দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে দেশে। যদিও দুটোকেই একই দেখতে, তবে ফিচার, ইত্যাদির ক্ষেত্রে পার্থক্য আছে। এখানে 100W ফাস্ট চার্জিং এর সুবিধা থাকবে।
ভারতে OnePlus 11R -এর দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। বেস ভ্যারিয়েন্টটিতে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম দেশে রাখা হয়েছে 39,999 টাকা। অন্যদিকে টপ মডেলে আছে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম 44,999 টাকা রাখা হয়েছে। দুটি ফোনই দেশে দুটো রঙে উপলব্ধ হয়েছে। এই দুটি রঙ হল গ্যালাকটিক সিলভার এবং সোনিক ব্ল্যাক। এই ফোনটি গ্রাহকরা লাল রঙের একটি লম্বাটে বাক্সে পাবেন যার মধ্যে চার্জিংয়ের সরঞ্জাম পাবেন।
1. আজ থেকে OnePlus 11R ফোনটি গ্রাহকরা Amazon এবং এই সংস্থার যে অফিসিয়াল চ্যানেল আছে সেখান থেকে কিনতে পারবেন।
2. OnePlus -এর তরফে বলা হয়েছে গ্রাহকরা এখন এই ফোনের উপর 1,000 টাকার ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এটি এখন 38,999 টাকা এবং 43,999 টাকায় কেনা যাবে।
3. এছাড়া No cost EMI -এর সুবিধা তো থাকছেই 12 মাসের জন্য। সঙ্গে OnePlus, Samsung এবং iOS- এর 4G যে কোনও ডিভাইসের উপর 3,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন OnePlus, OnePlus App Store বা OnePlus Experience Store থেকে।
4. একই সঙ্গে এই সংস্থার তরফে জানানো হয়েছে যে প্রথম 1,000 জন ক্রেতা একটি করে OnePlus Gaming Trigger পেয়ে যাবেন OnePlus India ওয়েবসাইট এবং OnePlus Store App- এ।
1. এখানে আছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর।
2. 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে সহ একটি পাঞ্চ হোল ডিজাইন আছে। এখান কার্ভড এজ এবং সাইড দেখা যাবে। সঙ্গে ডিসপ্লেতে সর্বোচ্চ 1450 নিটসের ব্রাইটনেস এবং 120 Hz রিফ্রেশ রেট মিলবে।
3. এখানে 100W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে। এই ফোনের বক্সের সঙ্গেই ব্যাটারি মিলবে।
4. এই ফোনের প্রাইমারি রিয়ার ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ একটি 8 এবং একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া সেলফি তোলার জন্য এখানে আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এখানে হ্যাসেলব্যান্ড টিউন্ড ক্যামেরা মিলবে।