OnePlus 11R চমকে ভরপুর, রয়েছে 512GB ইন্টারনাল স্টোরেজ, 50MP ক্যামেরা, আর? দেখুন

Updated on 02-Jan-2023
HIGHLIGHTS

জানুয়ারি মাসেই লঞ্চ করতে চলেছে OnePlus 11R

এই ফোনে থাকবে 100W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি

সঙ্গে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ

OnePlus-এর নতুন Flagship ফোন OnePlus 11R এই বছরেই লঞ্চ করতে চলেছে। 2023 সালের 4 জানুয়ারি লঞ্চ করবে এই ফোন। তবে এটি আগে চিনে লঞ্চ করবে। লঞ্চের আগেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। জানা গিয়েছে একাধিক তথ্য। CPH2487 হচ্ছে এই ফোনটির মডেল নম্বর। আসুন এবার দেখে নেওয়া যাক এই ফোনে কী কী ফিচার মিলবে।

OnePlus 11R এর ফিচারের তালিকা

এই ফোনে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে যেখানে মিলবে 2772X1240 পিক্সেলের রেজোলিউশন। এটি একটি কার্ভড ডিসপ্লে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই ফোনে। এমনটাই জানা গেছে একটি রিপোর্ট থেকে। 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। এছাড়া থাকবে তিনটি RAM ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টগুলো হল 8 GB, 12 GB এবং 16 GB। অন্যদিকে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টও মিলবে এই ফোনে, যেমন 128 GB, 256 GB এবং 512 GB। OnePlus -এর আইকনিক অ্যালার্ট স্লাইডার থাকবে ফোনের ডানদিকে। 

ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে যেখানে প্রাইমারি মিলবে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সঙ্গে থাকবে একটি 12 মেগাপিক্সেলের এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে থাকবে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। দুটি রঙে উপলব্ধ হবে এই ফোন, এমনটাই জানা গিয়েছে। আর এই দুটি ফোন হল কালো এবং সিলভার। 

Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। এই প্রসেসরের পিক ক্লক স্পিড হল 3.0 গিগাহার্টজ। এখানে মিলবে তিনটি পারফরমেন্স কোর তাও 2.5 গিগাহার্টজের। এছাড়া থাকবে 1.8 গিগাহার্টজের ক্লক স্পিডের চারটি এফিসিয়েন্সি কোর।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :