Price Cut: 10,000 টাকা সস্তা হল OnePlus 11R 5G স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং সহ ট্রিপল রিয়ার ক্যামেরা

Updated on 08-May-2024
HIGHLIGHTS

গত বছর লঞ্চ হওয়া OnePlus 11R 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম ব্যাপকভাবে কমে গেছে

Amazon সেলটি দুই দিনের এক্সটেনশনের সাথে Smartphone Summer Sale নাম রাখা হয়েছে

অ্যামাজনের এই সেলে ওয়ানপ্লাস 11R এর দাম 10,000 টাকা কমানো হয়েছে

OnePlus 11R 5G Price Cut: গত বছর লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম ব্যাপকভাবে কমে গেছে। অনলাইন শপিং সাইট Amazon-এ এখন পর্যন্ত সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। ওয়ানপ্লাস ১১ আর ফোনটি গত বছর OnePlus 11 5G এর সাথে লঞ্চ হয়েছিল। আসুন ওয়ানপ্লাস ফোনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নতুন দাম এবং অফার সম্পর্কে জেনে নিই।

OnePlus 11R 5G ফোনে নতুন দাম কত

ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে 2 মে থেকে 7 মে পর্যন্ত Great Summer Sale চলছিল। তবে এখন শপিং সাইট এই সেল আরও দুই দিন বাড়িয়ে দিয়েছে। সেলটি দুই দিনের এক্সটেনশনের সাথে Smartphone Summer Sale নাম রাখা হয়েছে। অ্যামাজনের এই সেলে ওয়ানপ্লাস 11R এর দাম 10,000 টাকা কমানো হয়েছে।

আরও পড়ুন: Vivo X100 Ultra, X100s, X100s Pro price: 200MP ক্যামেরার ভিভো এক্স১০০ আল্ট্রা সহ দুটি ফোনের দাম ফাঁস, জানুন কবে হবে লঞ্চ

ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনটি ই-কমার্স সাইটে 39,999 টাকায় লিস্ট করা ছিল। এখন দাম কম হওয়ার পর ফোনটি মাত্র 29,999 টাকার শুরুর দামে লিস্ট করা হয়েছে। এছাড়া ওয়ানপ্লাস এর এই স্মার্টফোনের দাম 2000 টাকা আরও কমে যেতে পারে। এই অফার ব্যাঙ্ক কার্ড পেমেন্টে পাওয়া যাবে।

কিনতে এখানে ক্লিক করুন

অ্যামাজনের এই সেলে ওয়ানপ্লাস 11R এর দাম 10,000 টাকা কমানো হয়েছে

OnePlus 11R ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী

ডিসপ্লে হিসেবে এতে 6.7 ইঞ্চি সুপার ফ্লুইড AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস ফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 দেওয়া।

এটি 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য ফোনের রিয়ারে ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ফোনে OIS সহ 50MP মেইন সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 100W SuperVOOC ফাস্ট চার্জি সাপোর্ট করে।

আরও পড়ুন: iQOO Z9x 5G: Snapdragon 6 Gen 1 সহ ভারতে আসছে নতুন আইকিউ ফোন, প্রকাশ হল নতুন টিজার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :