ভারতে কিছুদিন আগেই OnePlus -এর তরফে OnePlus 11 এবং Samsung -এর তরফে Samsung Galaxy S23 ফোন দুটি লঞ্চ করা হয়। Cloud 11 ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হয় OnePlus 11। দুটি ফোনই দুই সংস্থার Flagship ফোন। এখন এই ফোন দুটি নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। আপনার কি এর মধ্যে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা আছে? আর এই দুটির মধ্যেই একটি কিনতে চাইছেন? তাহলে দেখে নিন কোনটা আপনার জন্য উপযুক্ত হবে।
OnePlus 11 এবং Samsung Galaxy S23 ফোন দুটির দামের মধ্যে বিস্তর ফারাক আছে। প্রথমটি, অর্থাৎ OnePlus 11 -এর দাম হল 56,999 টাকা থেকে শুরু হচ্ছে। আর অন্যদিকে Samsung Galaxy S23 -এর দাম শুরু হচ্ছে 74,999 টাকা। কিন্তু এই যে এই দুটো ফোনের দামের মধ্যে যে এত ফারাক তার জন্য কি বেশি দাম দিয়ে Samsung Galaxy S23 কেনা উপযুক্ত? নাকি 18,000 টাকা কম দামী ফোন OnePlus 11 ঠিক আছে সেটা এই দুই ফোনের ফিচার দেখলে বোঝা যাবে।
গ্রাহকরা OnePlus 11 ফোনটিতে একটি 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। এখানে আছে 120 HZ রিফ্রেশ রেট সহ LTPO 3.0। অন্যদিকে Samsung Galaxy S23 ফোনটির স্ক্রিন সাইজ একটু ছোট, 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.1 ইঞ্চির Full HD AMOLED ডিসপ্লে আছে। এখানে 2X রেজোলিউশন মিলবে। এবং এই রিফ্রেশ রেট 48 Hz পর্যন্ত কমানো যেতে পারে।
Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে এই ফোনটি পরিচালিত হয়। এখানে 16 GB পর্যন্ত RAM মিলবে। অন্যদিকে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে Samsung Galaxy S23 ফোনটি পরিচালিত হয়। এখানে সর্বোচ্চ 8 GB RAM পাওয়া যাবে।
ট্রিপল রিয়ার ক্যামেরা আছে দুটি ফোনেই। OnePlus 11 ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর সহ 48 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং একটি 32 মেগাপিক্সেলের সেন্সর। এখানে সেলফির জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে Samsung Galaxy S23 ফোনটির রিয়ার প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ একটি 12, এবং একটি 10 মেগাপিক্সেলের সেন্সর। এখানে সেলফির জন্য আছে 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
OnePlus 11 5G ফোনটিতে আছে একটি 100W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। মাত্র 25 মিনিটেই এটি ফুল চার্জ হতে পারে। অন্যদিকে Samsung Galaxy S23 ফোনটিতে আছে 25W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 3900mAh ব্যাটারি। এখানে 15W ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা পাবেন। এই ফোনটির 50% ব্যাটারি চার্জ হতে 30 মিনিটের কম সময় লাগে।