OnePlus 11 নাকি IQOO 11 এমনকি iphone 14 Pro-এর তুলনায় শক্তিশালী হতে চলেছে! সত্যি?

OnePlus 11 নাকি IQOO 11 এমনকি iphone 14 Pro-এর তুলনায় শক্তিশালী হতে চলেছে! সত্যি?
HIGHLIGHTS

বিশ্ব বাজার এমনকি ভারতে আগামী 7 ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে OnePlus 11

এই ফোনটিকে ইতিমধ্যেই Antutu ওয়েবসাইটে দেখা গিয়েছে

Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে

OnePlus -এর নতুন ফোন OnePlus 11 আগামী বছরের 7 ফেব্রুয়ারি বিশ্ব বাজার এবং ভারতে একসঙ্গে লঞ্চ করতে চলেছে। তবে এই ফোন লঞ্চ করার আগেই এটার বিষয়ে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এই ফোনটিকে Antutu ওয়েবসাইটে দেখা গিয়েছে। এই ফোনটিকে সেখানে OnePlus 10T, iPhone 14 Pro, iPhone 14 Pro Max- কে কড়া টক্কর দিতে দেখা গিয়েছে। 

Antutu ওয়েবসাইট অনুযায়ী আসন্ন OnePlus 11 ইতিমধ্যেই 134180 পয়েন্ট স্কোর করেছে যা iPhone 14 Pro মডেলগুলোর তুলনায় অনেকটাই বেশি এমনই IQOO 11 এর তুলনায়ও বেশি। iPhone 14 Pro -এর স্কোর হল 978147 পয়েন্ট, অন্যদিকে iPhone 14 Pro Max- এর স্কোর হল 972936 পয়েন্ট আর IQOO 11 এর স্কোর হল 1323820 পয়েন্ট। 

OnePlus 11 এবং IQOO 11 ফোনটি দুটিই Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে। এই প্রসেসরটি কয়েক সপ্তাহ আগেই হাওয়াইয়ে লঞ্চ হয়েছে। আগামী মাসে IQOO 11 ভারতে আসতে চলেছে। তবে OnePlus 11 ফোনটিকে ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। সম্প্রতি এটিকে Geekbench এর সাইটেও দেখা গিয়েছে। দেখুন এই ফোনে কী কী ফিচার থাকবে। 

OnePlus 11 ফোনটিতে কী কী ফিচার থাকবে? 

Geekbench -এ এই ফোনের মডেল নম্বর হল PHB110, এটি ইতিমধ্যেই এই সাইটে 1493 পয়েন্ট পেয়ে গিয়েছে এই সাইটের 5 সিঙ্গেল কোর টেস্টে এবং মাল্টি কোর রাউন্ডে পেয়েছে 5112 পয়েন্ট। এই ফোনে একটি Octa core প্রসেসর থাকবে। এই Flagship ফোনটিতে 16 GB RAM থাকবে। যদিও এটাকে 8 GB এবং 12 GB RAM এও পাওয়া যাবে। 

Oneplus 11

এই ফোনে হ্যাসেলব্ল্যাড পাওয়ার্ড ক্যামেরা। তবে এখনও কোম্পানির তরফে আনুষ্ঠানিক ভাবে এই ফোনের কোনও ফিচারের কথা প্রকাশ্যে আনেনি। কিন্তু বিভিন্ন লিক হওয়া তথা থেকে জানা গিয়েছে এখানে একটি 6.75 ইঞ্চির কোয়াড HD+ AMOLED ডিসপ্লে থাকবে যেখানে মিলবে 120 HZ রিফ্রেশ রেট। প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ 48 এবং 32 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। এছাড়া জানা গিয়েছে 100W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকবে এই ফোনে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo