OnePlus 10 Pro ভারতে লঞ্চ হবে এই দিন, জানুন দাম এবং স্পেসিফিকেশন

Updated on 10-Mar-2022
HIGHLIGHTS

OnePlus 10 Pro স্মার্টফোনটি 2022 এর শুরুর দিকে প্রথম চীনে লঞ্চ করে

OnePlus 10 Pro ফোনে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট

মার্চের 22 অথবা 24 তারিখ ভারতে OnePlus 10 Pro লঞ্চ করবে

OnePlus এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10 Pro, মার্চ মাসের শেষের দিকে ভারত, ইউরোপ এবং নর্থ আমেরিকাতে লঞ্চ হতে চলেছে। ভারত এবং অন্যান্য দেশে ফোনটির লঞ্চের ঘোষণাটি MWC 2022 শোতে করা হয়। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 2022 এর শুরুর দিকে প্রথম চীনে লঞ্চ করে। চীনে লঞ করা OnePlus 10 Pro স্মার্টফোনটি Snapdragon 8 Gen 1 চিপসেট, 80W চার্জিং সাপোর্ট এবং Android 12 অপারেটিং সিস্টেমের সাথে আসে। নতুন Snapdragon 8 Gen 1 চিপসেট ব্যবহারকারী অন্যতম প্রথম স্মার্টফোন হল OnePlus 10 Pro।

OnePlus 10 Pro ফোনটি ভারতে লঞ্চের কথা প্রথম Tipster Yogesh Brar জানান। তিনি টুইট করে জানান যে, মার্চের 22 অথবা 24 তারিখ ভারতে OnePlus 10 Pro লঞ্চ করবে। তিনি আরও জানান, ভারতে ফোনটির অফিসিয়াল ট্রিজার কিছুদিনের মধ্যেই প্রকাশ করবে OnePlus।

OnePlus 10 Pro স্পেসিফিকেশন

OnePlus 10 Pro স্মার্টফোনটি 6.7-inch 2k ফ্লুইড AMOLED LTPO 2.0 ডিসপ্লের সাথে আসবে। ফোনটিতে থাকবে 120Hz রিফ্রেশ রেট, গোরিলা গ্লাস ভিক্টাস, HDR10+, MEMC, 480Hz পর্যন্ত টাচ রেসপন্স এবং একটি পাঞ্চ-হোল ক্যামেরা। OnePlus 10 Pro ফোনে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট, যার সাথে থাকবে 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটির স্টোরেজ এর থেকে বাড়ানো যাবেনা। ফোনটি OxygenOS এর সাথে Android 12 অপারেটিং সিস্টেমে চলবে।

ডিভাইসটিতে সিকিউরিটির জন্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও, Dolby Atoms, Hi-Res audio ফিচারগুলি পাওয়া যাবে OnePlus এর ফ্ল্যাগশিপ ফোনটিতে। স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি এবং 80W SuperVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং রিভার্স চার্জিং সাপোর্টের সাথে আসবে। চার্জিং ও ডেটা সিঙ্কের জন্য কানেক্টিভিটি ফিচারগুলির মধ্যে রয়েছে- 5G, 4G LTE, Bluetooth 5.2, NFC, Wi-Fi 6E এবং USB Type-C পোর্ট।

Connect On :