OnePlus 6 য়ের মিডনাইট ব্ল্যাক 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিছু দিনের মধ্যে কিনতে পাওয়া যাবে

OnePlus 6 য়ের মিডনাইট ব্ল্যাক 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিছু দিনের মধ্যে কিনতে পাওয়া যাবে
HIGHLIGHTS

OnePlus6 য়ের এই মডেলটির দাম 43,999টাকা আর এর এটি সব থেকে বড় 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে

OnePlus6 স্মার্টফোনের তিনটি আলাদা আলাদা স্টোরেজ ভেরিয়েন্ট আছে-64GB, 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়। আর এর সব থেকে বড় ভেরিয়েন্টটি মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশানের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। আর এর পরে কোম্পানি এর অন্য ভেরিয়েন্ট মিডনাইট ব্ল্যাকে এই স্টোরেজ মানে 256GB স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করেছিল। আর এবার এই ডিভাইসটি সেলের মাধ্যমে অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। আর এই ডিভাইসটি আজ থেকে হতে চলা সেলে কেনা যাবে।

এই ডিভাইসটির দাম 43,999টাকা আর মার্বেল অ্যাভেঞ্জার্স স্পেশাল এডিশানের বিষয়ে আমরা যদি কথা বলি তবে দেখা যাবে যে এই ডিভাইসটি পড়া 1,000টাকা দাম কম। এই ডিভাইসটির এমনিতে দাম 44,999টাকা। আর এর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের বিষয়ে আমরা যদি কথা বলি তবে দেখা যাবে যে এর দাম এর থেকে 4,000টাকা বেশি এর দাম 39,999টাকা।

এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এটি 16 মেগাপিক্সাল্র একটি সেন্সার আর অন্যটি 20মেগাপিক্সালের।সেন্সারের কম্বো আর, এটি 2X lossless জুম আর পোট্রেড মোড শটের ক্ষমতা যুক্ত। আর এছাড়া এই ডিভাইসে একটি 16 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা ছে। OnePlus6  ডিভাইসটিতে ব্যাকে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর ক্যামেরা সেটআপের ঠিক  নীচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।
আর এছাড়া এই ডিভাইসে 3300mAh য়ের ব্যাটারি আছে আর এটি ড্যাশ চারজ সাপোর্ট করে। আর এর সঙ্গে এই ডিভাইসটি ওয়াটার রেজিস্টেন্স আর এতে 3.5 mm হেডফোন জ্যাকও আছে। OnePlus6 অ্যান্ড্রয়েড ওরিও নির্ভর কোম্পানির অক্সিযেন OS য়ে কাজ করে। 

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo