NOKIA TA-1207 সার্টিফিকেশান পেয়েছে আর এবার NOKIAZ 1.3 নামে আসতে পারে

Updated on 21-Jan-2020
HIGHLIGHTS

নোকিয়া এই ফোনটির ওপর কাজ করছে

Nokia 1.3 ফোনটি পরবর্তী বাজেট ফোন হতে পারে

নতুন বাজেট ফোন নোকিয়া TA-1207 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। এই ফোনটি FCC সার্টিফিকেশান লিস্টিংয়ে দেখা গেছে আর এটি কোম্পনির সস্তার ফোন বলেই মনে হছে। আর আশা করা হচ্ছে যে এটি  Nokia 1.3 হতে পারে। FCC ডকুমেন্ট অনুসারে Nokia 1.3 ফোনের মেজারমেন্ট 146.56 x 70.46  মিলিমিটার। আর এই ফোনে 5.7 আর 5.8 ইঞ্চির ডিসপ্লে পেতে পারে।

FCC লিস্টিং অনুসারে 2920mAh য়ের ব্যাতারির সঙ্গে এই ফোনটি না এসে ফোনটি 3,000mAh য়ের ব্যাটারির সঙ্গে আসতে পারে। Nokia 1.3 ফোনটি অন্য ভেরিয়েন্টেও আসতে পারে আর যা সিঙ্গেল SIM TA-1216 আর ডুয়াল SIM TA-1205 নামে FCC সার্টিফিকেশানে দেখা গেছে। FCC লিস্টিং অন্সুয়ারে নোকিয়া পাওয়ার ইউসার নামে এটি সবার আগে দেখা গেছে।

Nokia 1.3 প্রথমে TA-1213 মডেল নাম্বারের সঙ্গে ব্লুটুথ সার্টিফিকেশান সাইটে দেখা গেছে আর এর থেকে জানা গেছে যে এই ফোনে স্ন্যাপড্র্যাগন 215 প্রসেসার থাকবে।

কোম্পানি সম্প্রতি Nokia 2.3 ফোনটি লঞ্চ করেছে। আর এই Nokia 2.3 ফোনে আছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট। আর এটি অ্যান্ড্রয়েড 9 য়ের সঙ্গে এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 য়ে আপগ্রেড হবে। এই ফোনে একটি 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও A22 চিপসেট থাকবে আর এই ফোনে 2GB র‍্যাম থাকতে পারে।

Connect On :