Nokia 3 কোম্পানির সব থেকে সস্তা অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই ফোনটি ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের সঙ্গে এসেছিল। Nokia 3 খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের আপডেট পাবে। এই খবরটি HMD গ্লোবালের CEO Juho Sarvikas নিজের টুইট হ্যান্ডেলে এই খবরটি জানিয়েছেন।
তিনি বলেছেন যে 7.1.1 আপডেটের অনুমতি পাওয়া গেছে আর খুব তাড়াতাড়ি তা সোল্ড আইটও হয়ে যাবে। Nokia 3 এর দাম Rs. 9,792। এই ফোনটিতে 5 ইঞ্চির ডিসপ্লে আছে যা গোরিলা গ্লাস দিয়ে কভার করা। এই ফোনটিতে মিডিয়াটেক 6737 SoC আছে আর এই ফোনে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 2650mAH এর।
এই ফোনের প্রাইমারি আর সেকেন্ডারি ক্যামেরা দুটিই 8 মেগাপিক্সালের। এই ফোনে সিলভার হোয়াইট, মেটাল ব্ল্যাক, টেম্পার্ড ব্লু আর কপার হোয়াইট রঙে পাওয়া যাবে। এই ফোনে অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 আছে।