OPPO FIND X2 ফোনের অফিসিয়াল টিজার সামনে এসেছে

OPPO FIND X2 ফোনের অফিসিয়াল টিজার সামনে এসেছে
HIGHLIGHTS

Find X2 তাড়াতাড়ি লঞ্চ হতে পারে

2014 সালে কোম্পানির Find 7A ফোনটি লঞ্চ হয়েছিল

Oppo 2019 সালে তাদের ফাইন্ড সিরিজের ফণ লঞ্চ করেনি। আর কোম্পনি জানিয়ছে যে Find X2 ফোনটি লঞ্চের ডেট এক্সটেন্ড করা হতে পার। আর ওপ্পোর ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট অফ গ্লোবাল মার্কেটিং Brian Shen ও  Weiboতে #FindX2র সঙ্গে নতুন বছরের শুভকামনা দিয়েছেন। আর আগামী দিনে এই ফোনের টিজার দেখা যাবে।

ওপ্পো ফাইন্ড সিরিজের ফোনের বিষয়ে যদি আমরা বলি তবে 2013 সালে লঞ্চ হওইয়া Oppo Find 5 ফোনে 1080p ডিসপ্লে দেখা গেছে আর আজকে আমরা এই সময়ে এই ফোনে তা দেখি। 2014 সালে কোম্পানি তাদের Find 7A ফোনটি লঞ্চ করেছিল যার পরে ওয়ানপ্লাসের ওয়ান বেস করা হয়েছিল/। আর এর পরে 2018 সালে কোম্পানি Find X ফোন লঞ্চ করেছিল।

আমরা যদি স্পেক্সের বিষয়ে বলি তবে Oppo Find X স্মার্টফোনে 6.42 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে যা Oppo Find X ফোনে ছিল। আর এই ফোনে আপনারা গোরিলা গ্লাসের প্রোটেকশান পাবেন।

Oppo Find X ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 645 চিপসেট পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 8GB র‍্যাম আর 256GB র স্টোরেজ। আর এই ফোনে আছে পপ আপ ডুয়াল ক্যামেরা সেটআপ আর এই ফোনে আছে এর সঙ্গে 16MP র আর 20MP র ক্যামেরা সেন্সার আর এই ফোনে আছে 25MP র পপ আপ সেলফি ক্যামেরা। আর এই ফোনে আপনারা ফেস আইডি পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo