IQOO 11, IQOO 9 Pro-এর উপর 25,000 টাকা পর্যন্ত দুর্ধর্ষ ছাড় মিলছে! কোথায়? জানুন এখনই

IQOO 11, IQOO 9 Pro-এর উপর 25,000 টাকা পর্যন্ত দুর্ধর্ষ ছাড় মিলছে! কোথায়? জানুন এখনই
HIGHLIGHTS

ভারতে তাদের তৃতীয় অ্যানিভার্সারি পালন করছে IQOO

একাধিক ফোনের উপর এখন এই উপলক্ষ্যে ছাড় দিচ্ছে এই ব্র্যান্ড

19 এপ্রিল থেকে 24 এপ্রিল প্রযন্ত এই সেল চলবে

ভারতে তৃতীয় বছরের উদযাপনে মেতেছে IQOO। থার্ড অ্যানিভার্সারি উপলক্ষ্যে এই ব্র্যান্ডের তরফে একটি সেলের আয়োজন করা হয়েছে। একাধিক ফোনের উপর ব্যাপক ছাড় দিচ্ছে IQOO।

Vivo -এর এই সাব ব্র্যান্ড 2020 সালে প্রথম ফোন দেশে লঞ্চ করেছিল। এখন এটি ভারতের অন্যতম জনপ্রিয় মোবাইল ফোনের ব্র্যান্ড। 

এই কোম্পানির তরফে এখন একাধিক ছাড় ইত্যাদি দেওয়া হচ্ছে ভারতীয় গ্রাহকদের জন্য। যেমন IQOO  11 ফোনটি এখন মাত্র 49,999 টাকায় কেনা যাচ্ছে, এটির আসল দাম 59,999 টাকা। ফলে এই সেলে ফোনটির উপর মোট 10,000 টাকার ছাড় মিলছে। চলতি বছরের জানুয়ারি মাসেই লঞ্চ করেছিল এটি।

দেখে নিন এখন আপনি আর কোন কোন ফোনে কত ছাড় পাবেন। 

IQOO থার্ড অ্যানিভার্সারি সেল

1. এই সেলটি 19 এপ্রিল থেকে শুরু হল। এখন এই সেল IQOO.com এবং Amazon -এ চলবে আগামী 24 এপ্রিল পর্যন্ত। ফলে এই সময়ের মধ্যে আপনি চাইলে সস্তায় এই ব্র্যান্ডের ফোন কিনতে পারবেন। 

2. IQOO 11 ফোনটির উপর এখন 10,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনটির আসল দাম 59,999 টাকা হলেও এটি এখন মাত্র 49,999 টাকায় কেনা যাবে। 

3. IQOO 9 এবং 9 Pro -এর উপরেও ব্যাপক ছাড় পাবেন। IQOO 9 -এর আসল দাম 42,990 টাকা। কিন্তু এখন এটি মাত্র 30,990 টাকায় কেনা যাবে। অর্থাৎ আপনি 12,000 টাকার ছাড় পাবেন এই ফোনে। 

Offers on IQOO phones

4. IQOO 9 Pro ফোনটির উপর 25,000 টাকার ছাড় মিলছে! হ্যাঁ, 25,000। এটির আসল দাম 64,990 টাকা কিন্তু এখন এটি মাত্র 42,990 টাকায় কেনা যাবে। 

মনে রাখবেন উল্লিখিত দামগুলো কিন্তু ব্যাংক অফার, ইত্যাদি যুক্ত করে বলা হয়েছে। 

এই বিষয়ে উল্লেখযোগ্য, Vivo এবং IQOO দুজনেই R অ্যান্ড D ফেসিলিটি, চ্যানেল সিস্টেম, সাপ্লাই চেন, সহ একাধিক জিনিস শেয়ার করে থাকে। তবে প্ল্যানিং, মিডিয়া স্ট্র্যাটেজি, অনলাইন সেলের ক্ষেত্রে তারা আলাদা পন্থা ব্যবহার করে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo