আপনি কি মিড রেঞ্জের স্মার্টফোন বাজেট ফোনের দামেই পেতে চান? তাহলে আর অপেক্ষা কেন? এখনই কিনে ফেলুন Samsung Galaxy M33 5G ফোনটি।
এই ফোনের উপর এখন Amazon -এ ফাটাফাটি ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনে থাকা ফাটাফাটি ফিচার এখন আপনার হাতের নাগালেই। এই ফোনে এখন কত ছাড় আছে, কী কী অফার আছে জানুন এখনই।
এই ফোনের দাম এক ঝটকায় Amazon- এ অনেকটাই কমেছে। যার ফলে Samsung -এর এই ফোন এখন দারুন সস্তা হয়ে গেছে। পকেট ফ্রেন্ডলি দামেই কেনা যাবে।
এই ফোনের 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের আসল দাম 25,999 টাকা। যদিও আপনি এটা এখন মাত্র 18,499 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ এখানে মোট 29% ছাড় আছে। মানে একবারে এই ফোনের দাম 6,500 টাকা কমেছে।
শুধুই কি তাই এই ফ্ল্যাট ছাড় ছাড়াও এই ফোনে আছে একাধিক অফার। ব্যাংক অফার সহ এক্সচেঞ্জ অফার সবই আছে এই ফোনে। ফল সেই সব অফার মিলিয়ে এই ফোনের দাম আরও অনেকটাই কমে যাবে।
আপনি যদি আপনার পুরনো ফোন বিক্রি করে Samsung Galaxy M33 5G ফোনটি কিনতে চান আপনি এখানে মোট 17,050 টাকার ছাড় পেতে পারেন। তবে সেই ছাড় কতটা পাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার পুরনো ফোনের উপর। সেটা কী অবস্থায় আছে, কোন কোম্পানির সেসবের নিরিখে ছাড় পাবেন। একইসঙ্গে পিন দিয়ে অবশ্যই দেখে নেবেন এক্সচেঞ্জ অফার আপনার এলাকায় উপলব্ধ আছে কিনা।
এছাড়া SBI -এর গ্রাহকরা যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন তাঁরা 1,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অর্থাৎ তখন এই ফোন মাত্র 17,499 টাকায় কেনা যাবে। HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের সাহায্যে EMI লেনদেন করলে পাবেন 1,250 টাকার ছাড়।
2022 সালে লঞ্চ হওয়া এই ফোনের ফিচার দেখুন।
1. 6.6 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে আছে এখানে।
আরও পড়ুন: Redmi 12C ফোনে বাম্পার ছাড়, 9000 টাকার কমে ফোনে রয়েছে 50MP ক্যামেরা
2. Exynos 1280 প্রসেসরের সাহায্যে চলে এটি। এখানে আছে 6 GB RAM এবং 8 GB RAM এর অপশন সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ।
3. কোয়াড ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ একটি 5 এবং দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
4. এখানে একটি শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন।