Xiaomi , Oculus Go আর Mi VR Standalone কে লঞ্চ করার জন্য Oculus এর সঙ্গে পার্টনার্শিপ করল

Updated on 09-Jan-2018
HIGHLIGHTS

এর জন্য আপনার স্মার্টফোনের দরকার হবেনা, $199 দামের এই স্বতন্ত্র হ্যান্ডসেটটিতে ইউজাররা VR গেম আর অ্যাপ্লিকেশানের মতন সমস্ত জিনিস পাবে

CES এ কোয়াল্কমের প্রেস কনফারেন্সের সময় Hugo Barra (Facebook VP of VR) একটি নতুন বিষয়ে ঘোষনা করেছেন। তিনি ববলেছেন যে এই সময় সাওমি কোয়াল্কম আর ফেসবুকের সঙ্গে পার্টনার্শিপের বিষয়ে জানাবে।  

পাওয়া খবর অনুসারে Oculus Go লঞ্চ করার জন্য কোম্পানি সাওমির সঙ্গে পার্টনার্শিপ করেছে।

সাওমি আর Oculus এর সঙ্গে মিলিত হয়ে একটি নতুন standalone VR নিয়ে আসবে। এই প্রোডাক্টটি শুধু চিনের বাজারের জন্য বানানো হবে।

এর সঙ্গে এও জানা গেছে যে, Oculus Go কোন PCতেও কাজ করবে। এর জন্য আপনার স্মার্টফোনেরও দরকার হবেনা। $199 দামের এই স্বতন্ত্র হ্যান্ডসেটটিতে ইউজাররা VR গেম আর অ্যাপ্লিকেশানের মতন সমস্ত জিনিস পাবে।
 
সোর্সঃ 

Connect On :