Nuu Mobile ভারতে 4টি স্মার্টফোন লঞ্চ করেছে, দাম শুরু Rs 9999 থেকে
Nuu Mobile ভারতে X5, M3, Q626 আর Q500 নিয়ে এসেছে
আমেরিকার Nuu Mobile মোবাইল নিউ দিল্লিতে একটি ইভেন্টে তাদের 4টি স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোন গুলি লঞ্চ করে এই কোম্পানিটি ভারতীয় বাজারে প্রবেশ করল। কোম্পানি X5, M3, Q626 আর Q500 স্মার্টফোন লঞ্চ করেছে। এই সব কটি ফোনই 4G VoLTE সাপোর্ট করে আর এদের দাম Rs 9,999 থেকে Rs 15,999’র মধ্যে রাখা হয়েছে।আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে
এই স্মার্টফোন গুলির ফিচার্স কেমন তা যদি দেখতে হয় তবে দেখা যাবে যে Nuu Q626 তে 5-ইঞ্চির HD ডিসপ্লে আছে। এই ফোনে কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসার দেওয়ায় হয়েছে। এর এতে 2GB র্যাম ও 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের ক্যামেরার দিকে দেখলে দেখা যাবে যে এতে 8MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্যে এতে 4G VoLTE, ব্লুটুথ, WiFi, FM রেডিও, GPS এর মতন ফিচার্স দেওয়া হয়েছে। এটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত।
আর যদি Nuu Q500 ফোনটির দিকে দেখা যায় তবে দেখা যাবে যে এতে 5-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি মিডিয়াটেক প্রসেসার যুক্ত। এতে 2GB র্যাম আছে আর এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র। এই ফোনটিতে 8MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এবার Nuu X5 ফোনটির ফিচার্স গুলি দেকেহ নেওয়া যাক, এতে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1920 x 1080 পিক্সাল। এতে 3GB র্যাম এর সঙ্গে মিডিয়াটেক MT6750T প্রসেসার দেওয়া হয়েছে। এটি 32GB’র স্টোরেজ যুক্ত। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এর রেয়ার ক্যামেরা 13MP’র আর ফ্রন্ট ক্যামেরা 5MP’র।
আর Nuu M3 ফোনটিতে 5.5-ইঞ্চির HD IPS ডিসপ্লে, কোয়াড কোর মিডিয়াটেক MTK6737 প্রসেসার, 2GB র্যাম, 128GB অব্দি এক্সপেন্ডেবেল ফ্রন্ট ক্যামেরা, 3200mAh ব্যাটারি, অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট, 4G VoLTE, ব্লুটুথ, ওয়াই-ফাই, FM রেডিও, GPS, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm অডিও জ্যাক আর মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে।
আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে