Nubia Z17 Lite ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল

Nubia Z17 Lite  ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমের UI 5.0 তে চলে আর এতে 3200mAh এর ব্যাটারি আছে যা কুইক চার্জ 3.0 ফাস্ট চার্জিং টেকনলজি সাপোর্ট করে

চিনের স্মার্টফোন তৈরি কোম্পানি ZTE জুন মাসে চিনে Nubia Z17 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি চিনে এর টেন্ড ডাউন ভার্শান লঞ্চ করেছে। এই ডিভাইসের দাম 2,499 Yuan প্রায় Rs 24,700 আর এটি 6 সেপ্টেম্বর সেলের জন্য পাওয়া যাবে। Nubia Z17 Lite গোল্ড, ব্ল্যাক আর ব্লু কালার অপশানে পাওয়া যাবে।

Nubia Z17 Lite ফোনটিতে ফুল HD (1920 x 1080 পিক্সাল) ডিসপ্লে আচজে, যা কর্নিং গোরিলা গ্লাস যুক্ত। এই স্মার্টফোনে অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 653 SoC আর অ্যাড্রিনো 510 GPU আছে। Nubia Z17 Lite ফোনটিতে 6GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের UI 5.0 যুক্ত। এই ফোনের ব্যাটারি 3200mAh এর। এই ফোনটি কুইক চার্জ 3.0  ফাস্ট চার্জিং টেকনলজি সাপোর্ট করে এই ফোনে একটি ফিঙ্গাররপিন্ট সেন্সার আছে।

এই ফোনটিতে Nubia Z17 এর মতনই ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এতে Sony IMX258 সেন্সারের সঙ্গে 13 মেগাপিক্সালের দুটি শুটার দেওয়া হয়েছে। এর মধ্যে একটি f/2.2 অ্যাপার্চার যুক্ত আর এতে RGB ও একটি মনোক্রোম আছে। সেলফি নেওয়ার জন্য এই ফোনে 16 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে যা f/2.0 অ্যাপার্চার আর 80 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত। এছাড়া এই স্মার্টফোনে 4G VoLTE, Wi-Fi (802.11 b/g/n), ব্লুটুথ 4.2, GPS আর NFC অফার করা হয়েছে। এই ফোনের মেজারমেন্ট 152.8 x 72.55 x 7.95 mm আর এর ওজন 169 গ্রাম।

আজকের সেরা ডিল ফ্লিপকার্ট ও অ্যামাজনে

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo