নুবিয়া Z11 মিনি S স্মার্টফোন 23 রিয়ার মেগাপিক্সাল ক্যামেরার সঙ্গে শীঘ্রই হবে লঞ্চ
এই ফোনটি গত বছর চিনে লঞ্চ করা হয়েছে.
নুবিয়া তাদের স্মার্টফোন Z11 মিনি S ভারতে তাড়াতাড়ি লঞ্চ করবে। এই স্মার্টফোনটি চিনে আগেই লঞ্চ করা হয়েছে। চিনে লঞ্চ করার সময় এই ডিভাইস এর দাম ছিল 1499 ইউয়ান (14,870) টাকা। এই দাম এর 64GB ভেরিয়েন্টের ছিল। 128GB ভেরিয়ান্টের দাম ছিল 1899 ইয়ুয়ান।
এই ডিভাইসটি গোল্ড বিট ব্ল্যাক এবং গোল্ড বিট সিলভার কালারের ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ডিভাইসে 5.2 ইঞ্চির ফুল HD (1920 X 1080) ডিসপ্লে আছে যা গোরিলা প্লাস দিয়ে সুরক্ষিত। এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন ৬২৫ 2GHz ওক্টাকোর প্রসেসার আছে। এই ডিভাইসে 4GBর র্যাম আছে। ইন্টারনাল স্টোরেজ এর জন্য এই ফোনে 64 ও 128GB স্টোরেজ অপশন আছে। আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)
এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 6.0 মার্সমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসে 3000mAh ব্যাটারি আছে। এই ডিভাইসটিতে ফিঙারপ্রিন্ট সেন্সর আছে। কোম্পানি দাবি করেছে এই ডিভাইসের ফিঙারপ্রিন্ট সেন্সরের দ্বারা 0.2 আনলক করে দেয়।
নুবিয়া Z11 মিনি Sএ 23 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এর সঙ্গে এর রেয়ার প্যানেলে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এতে রেয়ার ক্যামেরায় সোনি IMX318 সেন্সর আছে এছাড়া এর ক্যামেরাতে ফেস ডিটাকশন অটোফোকাস ফিচারও আছে। এই ডিভাইসটিতে ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সালের। এই ডিভাইসে হাইব্রিড ডুয়াল সিম, 4G LTE, VoLTE সাপোর্ট, ইউএসবি টাইপ C পোর্ট, ওয়াই-ফাই 802.11 ac ও GPS সাপোর্টের সুবিধাও আছে। এই ডিভাইসের ডাইমেনসন 146.06 x 72.14 x 7.60 mm এবং এই স্মার্টফোনে র ওজন 158 গ্রাম। আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)
আরও দেখুন : গুগল হয়ত "টাইমেন" নামের একটি বৃহত্তর ফোন-কোডের ওপর কাজ করছে
আরও দেখুন : Sony Xperia XZ এর দামে হল ১০,০০০ টাকার বড় ছার
আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)
আমেজান থেকে 9,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S Prime (Gold, 32GB)
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile