চিনের ZTE’র সাব ব্র্যান্ড Nubia তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Nubia V18 লঞ্চ করে দিয়েছে। এর দাম 1,299 Yuan (প্রায় 13,370টাকা) আর এটি 29 মার্চ চিনে সেলের জন্য পাওয়া যাবে। V18 স্মার্টফোনটির স্পেসিফিকেশান Nubia N3 য়ের মতন।
Nubia V18 স্মার্টফোনটি 6.01ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 2,160×1,080 পিক্সাল। আর এই ডিভাইসটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হেয়ছে। ডিসপ্লের টপে 2.5D কার্ভড গ্লাস আছে। আর এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারও দেওয়া হয়েছে আর এতে অ্যাড্রিনো 506 GPU আছে আর এছাড়া এই ডিভাইসটিতে 4GB র্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যেম 128GB অব্দি বাড়ানো যায়। Amazon Samsung Carnivalঃ এই জিনিস গুলির ওপর আজকে ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
Nubia V18 স্মার্টফোনটিতে Nubia UI 5.1 য়ের সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনের অপ্টিকালস একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ আর PDAF যুক্ত। আর এই ডিভাইসের ফ্রন্টে একটি 8 মেগাপিক্সালের ক্যামেরা আছে যা বিউটিফাই মোড আর ফেস আনলক সাপোর্ট করে।
এই ডিভাইসটিতে একটি 4,000mAh য়ের ব্যাটারি আছে। যা NeoPower 3.0 প্রযুক্তি আর USB OTG সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ 4.1 LE আর GPS + GLONASS অফার করে। আর এই হ্যান্ডসেটটির মেজারমেন্ট 158.7×75.5×7.75mm আর এর ওজন 170 গ্রাম। এই ডিভাইসটিতে কোন ফিজিকাল হোম বটন দেওয়া হয়নি আর এর সনবগে এই স্মার্টফোনটি তিনটি কালারে পাওয়া যাবে- ব্ল্যাক, গোল্ড আর রেড।