Nubia Red Magic গেমিং ফোনটি ভারতে 29,999 টাকায় লঞ্চ হল

Updated on 21-Dec-2018
HIGHLIGHTS

Nubia ভারতে তাদের গেমিং স্মার্টফোন Nubia Red Magic লঞ্চ করেছে আর এই স্মার্টফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে 29,999 টাকায় কেনা যাবে

বৈশিষ্ট্য

  • Nubia Red Magic ফোনটির দাম 29,999 টাকা
  • এই স্মার্টফোনটিতে একটি নতুন এয়ার কনভেকশান কুক্লিং সিস্টেম আছে
  • এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে

 

ভারতে Nubia তাদের নতুন Red Magic গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে আর এবার এই ফোনটি অ্যামাজনে 29,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটি এয়ার কনভেকশান কুলিং সিস্টেমে চলে আর যা হেভি গেমিংয়ের সময়ে এই ফোনটিকে গরম হতে দেবেনা। আর কোম্পানি তাদের অফিসিয়াল টুইতার হ্যান্ডেলের মাধ্যমে এই বিষয়ে জানিয়েছে। আর এর আগে এই ফোনটি শুধুমাত্র চিনে পাওয়া যেত।

Nubia Red Magic স্মার্টফোনটির স্পেসিফিকেশান আর ফিচার্স

Nubia Red Magic গেমিং স্মার্টফোনটিতে কোয়াল্কমের স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে। আর এই ফোনে 8GB LPDDR4X র‍্যাম আর ডুয়াল ল্যান 128GB UFS 2.1 স্টোরেজ আছে। আর এই ডিভাইসে 5.99 ইঞ্চির একটি LTPS TFT ক্যাপাসেটি ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1080×2160 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর স্ক্রিন টু বডি রেশি এই ফোনের 85%। আর এই ফোনটি ডুয়াল সিম ডিভাইস যা অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর স্টক ভার্সানে কাজ করে। আর এটি 3,800mAh য়ের ব্যাটারি যুক্ত আর যা কোম্পানির ফাস্ট চার্জিং প্রযুক্তি আর NeoPower 3.0 সেভিং ফিচার যুক্ত।

আর এই ফোনের ক্যামেরার ক্ষেত্রে 24MP র সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এতে একটি LED ফ্ল্যাশ আছে। আর এই ডিভাইসের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে যা 1.12 মাইক্রন পিক্সাল সাইজ আর f/2.0 অ্যাপার্চার যুক্ত। আর এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 30fps য়ে 4K ভিডিও ক্যাপচার করতে পারে আর এর ফ্রন্ট ক্যামেরা 30fps য়ে 1080p ফুল HD ভিডিও ক্যাপচার করতে পারে। আর এই ফোনে রেয়ার মাইন্ডেড হেক্সাগোলান ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।  

Connect On :