Nubia N2 ভারতে লঞ্চ হল, দাম Rs. 15,999

Updated on 05-Jul-2017
HIGHLIGHTS

Nubia N2 তে 4GB র‍্যাম আর 5000mAh এর ব্যাটারি আছে

Nubia N2 স্মার্টফোনটি আজ ভারতে লঞ্চ হয়েছে। ভারতে Nubia N2 এর দাম Rs. 15,999 রাখা হয়েছে। এই স্মার্টফোনটি শুধু অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাবে। এই স্মার্টফোনটি আজ দুপুর 12টা থেকে অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে। Nubia N2 বাজারে আগে থেকে উপস্থিত Nubia N1 এর জায়গা নেবে। এই ফোনটি শ্যামপেন গোল্ড আর ব্ল্যাক আর গোল্ড কালারে পাওয়া যাবে।

Nubia N2’র ফিচার্স কেমন তা একবার দেখা যাক। এতে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এর রেজিলিউশন 720×1280 পিক্সাল। পিক্সাল ডেনসিটি 267ppi। এটি মিডিয়াটেক MT6750 অক্টা-কোর প্রসেসার যুক্ত। এতে মালী T860 GPUও আছে। এটি 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে। স্টোরেজকে 128GB অব্দি বাড়ানো যাবে। এই ডিভাইসে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে যা ফোনের সামনের দিকে অবস্থিত।

এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা f/2.0 অ্যাপার্চারের সঙ্গে থাকবে। এতে 13MP’র রেয়ার ক্যামেরা f/2.2  অ্যাপার্চারের সঙ্গে দেওয়া হয়েছে। এর ব্যাটারিটি 5000mAh এর। এতে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এটি 4G LTE, ওয়াই ফাই 802.11ac, ব্লুটুথ 4.1, GPS আর USB টাইপ C- পোর্ট যুক্ত হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের নুবাই UI 4.0 তে কাজ করে। এর থিকনেস 7.9mm আর এটির ওজন 180 গ্রাম। 

Connect On :