Nubia N2 5000mAh ব্যাটারির সঙ্গে 5 জুলাই ভারতে লঞ্চ হবে

Updated on 04-Jul-2017
HIGHLIGHTS

Nubia N2 আগে থেকেই বাজারে উপস্থিত Nubia N1 এর জায়গা নেবে। যা গত বছর ভারতে Rs. 11,999 দামে এসেছিল

চিনের স্মার্টফোনের কোম্পানি নুবিয়া জানিয়েছে যে, কোম্পানি তাড়াতাড়ি বাজারে একটি ক্যামেরা-সেন্ট্রিক স্মার্টফোন নিয়ে আসবে। এই ফোনটি 5 জুলাই ভারতে আনা হবে, এই বিষয়ে কোম্পানি টুইটারে জানিয়েছে। Nubia N2 মার্চে চিনে নিয়ে আসা হয়েছিল। Nubia N2 এর সঙ্গে Nubia N2 Lite ও এক সঙ্গে লঞ্চ করা হয়েছিল। Nubia N2 বাজারে আগে তেহেকি উপস্থিত Nubia N1 এর জায়গা নেবে। Nubia N2 শ্যাম্পেন গোল্ড আর ব্ল্যাক রঙে পাওয়া যায় এর দাম 1999 Yuan (প্রায় Rs. 18,907)।

নুবিয়া অবশ্য এই ফোনটির নাম এখনও বলেনি, তবে অনুমান করা হচ্ছে যে এটি Nubia N2 হবে। Nubia N2 ফোনটির ফিচার্স কেমন তা দেখে নেওয়া যাক, এই ফোনে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এতে মিডিয়াটেক অক্টা-কোর প্রসেসার থাকবে। এটি 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। স্টোরেজকে 32GB অব্দি বাড়ানো যাবে। এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকবে।

এই স্মার্টফোনে থাকা ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে থাকবে। এই ফোনে 13MP’র রেয়ার ক্যামেরাও LED ফ্ল্যাশ যুক্ত হবে। এই ফোনটির ব্যাটারি 5000mAh এর। এই ফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করবে। এটি 4G LTE, ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ 4.1, GPS আর USB টাইপ C- পোর্ট ফিচার্স যুক্ত। 

Connect On :