এবার মনে হয় খুব তাড়াতাড়ি নুবিয়া তাদের স্মার্টফোন Nubia N1 Lite কে আমেরিকায় লঞ্চ করতে চলেছে. এবার এই ফোনটি FCC’র সার্টিফিকেশন পেয়ে গেছে. এবার আসা করা হছে যে, এটি তাড়াতাড়ি লঞ্চ হবে. এর সঙ্গে এও মনে করা হচ্ছে যে, এটি অন্য দেশের বাজারেও তাড়াতাড়ি আনা হতে পারে.
Nubia N1 Lite স্মার্টফোনকে সবার আগে এবছরের শুরুর দিকে হওয়া MWC 2017 তে দেখা গেছিল. এটি Nubia N1,র টেন্ড ভার্শন. এই স্মার্টফোনটির মডেল নম্বর NX597J দিয়ে FCC তে লিস্টিং করা হয়েছে.
এই স্মার্টটি কোম্পানির বাজেট স্মার্টফোন. Nubia N1 Lite ফোনে 5.5 ইঞ্চির 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশন 720X1280 মেগাপিক্সাল. এই ডিভাইসে 1.5GHz কোয়াড-কোর মিডিয়া টেক MT6737 প্রসেসার আছে. এই ফোনে 2GB র্যাম আছে আর এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র যাকে 32GB অব্দি বাড়ানো যেতে পারে. এই ফোনের ব্যাক প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে.
Nubia N1 Lite স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে. এই ফোনে সেলফি নেওয়ার জন্য LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে. এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে. এই ফোনের ব্যাটারি 3000mAh. এই ফোনটিতে কোয়াল্কম কুইক চার্জ টেকনিক 3.0 ব্যবহার করা হয়েছে. কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে LTE,VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 4.1 আর GPS আছে. এই ফোনটিকে আগে জার্মানি, ইতালি, স্পেন আর চেক রিপাবলিকে লঞ্চ করা হবে.